• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

মেসি গোল করলেন, গোল করালেনও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০৩:০৬ পিএম
মেসি গোল করলেন, গোল করালেনও
গোল করে উচ্ছ্বসিত মেসি। ছবি: সংগৃহীত

মেসির তুলনা কেবল মেসিই। মার্কিন যুক্তরাষ্ট্রে টানা ফুটবল খেলে লিওনেল মেসি এখন ক্লান্ত। পুরো ৯০ মিনিট খেলাটাই যেন এই আর্জেন্টাইনের জন্য বড় চ্যালেঞ্জ। এক ম্যাচে তিনি ছিলেন না বলে হারের মুখও দেখেছে টাটা মার্টিনোর শিষ্যরা। বৃহস্পতিবার মেসি পুরো ম্যাচ খেলেন নি। ৫০ মিনিটের মাথায় উঠে গেলেন তিনি। তবে এই সময়েই বাজিমাত করলেন মেসি। 

ন্যাশভিলের বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলর দ্বিতীয় লেগে ইন্টার মায়ামিকে মেসি জেতালেন ৩-১ গোলে। দলের জয়ের পথে নিজে এক গোল করেছেন। লুইস সুয়ারেজকে দিয়ে করিয়েছেন অন্যটি। আরেক গোলের মালিক রবার্ট টেইলর।  

ন্যাশভিলের মাঠ থেকে প্রথম লেগে ২-২ গোলের ড্র করেছিল মায়ামি। ওই ম্যাচে গোল পেয়েছিলেন মেসি ও সুয়ারেজ। কিন্তু ঘরের মাঠে বুধবার মেসির জাদুতে শুরুতেই দুমড়ে যায় সফরকারী ন্যাশভিল। ম্যাচে আর ফেরাই হয়নি তাদের। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেসির দল।

ম্যাচের ৮ মিনিটে মায়ামির প্রথম গোলটি আসে সুয়ারেজের কাছ থেকে। ন্যাশভিলের ডিফেন্ডারদের বোকা বানিয়ে অনেকটা এগিয়ে যান সুয়ারেজ। আর সঙ্গে ছিল মেসির নিখুঁত থ্রæ বল। গোলরক্ষকের দুই পায়ের মধ্য দিয়ে সুয়ারেজের শট চলে যায় জালে। 

মেসি গোল করেন ম্যাচের ২৩ মিনিটে। ডি-বক্সে দিয়েগো গোমেজের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন মেসি। 

বিরতির ৫ মিনিট পরই মেসিকে তুলে নেন মায়ামি কোচ মার্টিনো। মেসির বদলি হিসেবে মাঠে নেমেছিলেন টেইলর। ৬৩ মিনিটে সুয়ারেজের মাপা ক্রসে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান তিনিই। ন্যাশভিলের স্যাম সারিডজ গোল করে ব্যবধান কমান ম্যাচের ৯৩ মিনিটে।
 

Link copied!