• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,
কাতার বিশ্বকাপ

মানুষের কথায় প্রভাবিত না হয়ে বাস্তবে থাকতে বললেন মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ১১:২৯ পিএম
মানুষের কথায় প্রভাবিত না হয়ে বাস্তবে থাকতে বললেন মেসি

বিশ্বকাপের আগের তিন বছরের হারের মুখ দেখেনি আর্জেন্টিনা। টানা ৩৫ ম্যাচ ধরে অপরাজিত তারা। এমন একটি দলকে নিয়ে বিশ্বকাপের আগে মাতামাতি তো হবেই। তাদেরকেই তো শিরোপা জয়ের দৌড়ে হট ফেভারিট তকমা দেওয়া হবে।

তবে দলটির অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসি বলছেন অন্য কথা। তিনি মনে করেন মানুষের মাতামাতিতে প্রভাবিত না হয়ে বাস্তবে থাকতে হবে।

মেসি বলেন, “আমি মনে করি আমরা ভালো মুহূর্তে আছি এখন। কিন্তু মানুষের মাতামাতিতে প্রভাবিত হয়ে আমাদের বিশ্বাস করলে হবে না যে আর্জেন্টিনা বিশ্বকাপের ফেভারিট। আমাদের বাস্তবে থাকতে হবে, ধাপে ধাপে এগোতে হবে।”

ক্লাবের হয়ে সম্ভাব্য সব জিতলেও আর্জেন্টিনার হয়ে একটি শিরোপা না জিততে পারার আক্ষেপ মেসিকে পোড়াতো সবসময়। টানা দুই ফাইনাল হারার পর ২০২১ সালে কোপা আমেরিকা শিরোপা জেতার পর তাকে মাঠেই দেখা আনন্দাশ্রু ঝড়াতে। কেন কেদেছিলেন, সেটার উত্তরও দিয়েছেন তিনি।

“অনেক কিছুর পর হৃদয় জুড়ানো একটা মুহূর্ত এসেছিল আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে। বহু বছর ধরে অনেক হতাশার সময় গিয়েছিল। এজন্যই কোপা আমেরিকা জেতার পর কাঁদতে শুরু করেছিলাম” যোগ করেন মেসি।

Link copied!