• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

বাতিস্তুতাকে ছাড়িয়ে শীর্ষে মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ০১:৪৬ এএম
বাতিস্তুতাকে ছাড়িয়ে শীর্ষে মেসি

পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিলেন লিওনেল মেসি। ওই গোলে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন মেসির দখলে। পেছনে ফেলেছেন আরেক তারকা ফুটবলার গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে।

বিশ্বকাপের দুই আসরে হ্যাটট্রিক করা একমাত্র ফুটবলার গ্যাব্রিয়েল বাতিস্তুতা। আর্জেন্টিনার জার্সিতে এতোদিন তিনিই ছিলেন বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলদাতা। ম্যারাডোনাকে সরিয়ে রেকর্ড নিজের করে নিয়েছিলেন।

এবার তাকে পেছনে ফেললেন লিওনেল মেসি। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালের ৩৪ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে একটুও ভুল করেননি। এই গোলেই বাতিস্তুতাকে ছাড়িয়ে যান। এর আগে বাতিস্তুতার সমান ১০ টি গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। এবার এককভাবে বিশ্বমঞ্চে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোল তার।

এর আগে মাঠে নামার সঙ্গে সঙ্গেই জার্মান তারকা লোথার ম্যাথিউসের পাশে বসেছেন লিওনেল মেসি। বিশ্বকাপে এখন ম্যাথিউসের সমান ২৫ টি ম্যাচ খেলার রেকর্ড তার। ক্রোয়েশিয়াকে হারাতে পারলে ফাইনালে ম্যাথিউসকে ছাড়িয়ে যাবেন এই তারকা ফুটবলার।

Link copied!