• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

আক্রমণাত্মক হওয়ার আগেই মালানকে বিদায় মেহেদির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৩, ০১:৪২ পিএম
আক্রমণাত্মক হওয়ার আগেই মালানকে বিদায় মেহেদির

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চালকের আসনে ছিল বাংলাদেশই। তবে ডেভিড মালানের শতরান সব এলোমেলো করে দেয়। তার ব্যাট থেকে আসে ঝলমলে ১৪৫ বলে ১১৪* রান। অপরাজিত থেকে জয় নিয়েই তিনি মাঠ ছাড়েন। দ্বিতীয় ম্যাচে আক্রমণাত্মক হওয়ার আগেই মালানকে বিদায় করেন মেহেদি হাসান মিরাজ।

মেহেদির বলের বিরুদ্ধে টিকে থাকার জন্য মালান কঠিন লড়াই করেছিল কিন্তু শেষ রক্ষা হলো না। ওভারের তৃতীয় এই বলে কিছুই করার ছিল না মালানের। তিনি এলবিডব্লিউ‍‍`র ফাঁদে পা দেন। মালান নিশ্চিত আউট জেনেই রিভিউ না নিয়ে ক্রিজ থেকে বিদায় হন। তিনি ১১ রান করেন।

এর আগে, নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ফিল সল্টকে আউট করেন তাসকিন। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কোণায় লেগে উঠে যায় উপরে। দ্বিতীয় স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত একটু নিচু হয়ে সহজ ক্যাচ তুলে নেন।

ইংল্যান্ড তৃতীয় উইকেটও হারায় দ্রুত। আর মাত্র ১৩ রান যোগ হতেই তাইজুল ইসলামের বলে জেমস ভিন্স মাত্র ৫ রানে আউট হন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২.৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১১২ রানে ব্যাট করছে ইংল্যান্ড। জেসন রয় ৭৫* ও জস বাটলার ৯* রানে অপরাজিত আছেন।

Link copied!