• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

মৃত্যু দিবসে দোহায় স্মরণ করা হলো ম্যারাডোনাকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২, ১১:৩৭ পিএম
মৃত্যু দিবসে দোহায় স্মরণ করা হলো ম্যারাডোনাকে
ছবি- রয়টার্স

২০২০ সালের ২৫ নভেম্বর, হঠাৎই খবর আসে ওপারে পাড়ি জমিয়েছেন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। সেই খবরে স্তব্ধ হয়ে পড়েছিল পুরো বিশ্ব। পুরো বিশ্বকে স্তব্ধ করে দেওয়া সেই খবর পূর্ণ করেছে দুই বছর। ম্যারাডোনার ওপারে যাওয়ার দুই বছর। তাকে ছাড়াই কাতারে শুরু হয়েছে বিশ্বকাপ। এবার বিশ্বকাপের মঞ্চে তাকে স্মরণ করেছে সবাই।

শুক্রবার (২৫ নভেম্বর) দোহায় ম্যারাডোনার প্রতি সম্মান জানান সবাই। সেখানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এছাড়াও ওইখানে ছিলেন ম্যারাডোনার জাতীয় দল সতীর্থ রিচার্ড গুইস্তি আয়োজন করেছিল দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল) ও ফিফা।

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, “আমাদের শুধু সম্মান জানিয়ে নয় আমাদের ডিয়েগোকে (ম্যারাডোনা) উপভোগ করাও উচিত। ভবিষ্যতে প্রতি বিশ্বকাপে ম্যারাডোনাকে উদযাপণ করা হবে।”

ওপারে পাড়ি জমানোর দুই বছর হলেও এখনো কেউ ভুলতে পারেনি ম্যারাডোনা। এখনও কথায় কথায় আসে ম্যারাডোনার নাম। তো তাই তাকে কারও সাথে তুলনা করতে নারাজ ম্যারাডোনা সতীর্থ গুইস্তি।

তিনি বলেন, “আমরা তাদেরকে (মেসি-ম্যারাডোন) তুলনা করতে পারি না। আমরা বলতে পারব না, একজন আরেকজনের চেয়ে ভালো। তারা দুই জনই প্রতিভাবান, তারা আর্জেন্টাইন। আমাদের উপভোগ করতে হবে।”

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য হোর্হে বুরচোগা। তিনি বলেন, “সে একজন দারুণ ফুটবলার। সে কারণেই সে অনেক মানুষের হৃদয় স্পর্শ করতে পেরেছে। আশা করি, কালকে মেক্সিকোর বিপক্ষে জিতে ম্যারাডোনাকে সম্মান জানাবে দল।”

Link copied!