• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

সাত গোলের থ্রিলারে জয় পেল ম্যানইউ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪, ০২:৩৭ পিএম
সাত গোলের থ্রিলারে জয় পেল ম্যানইউ
জয়সূচক গোলের পর ম্যানইউ’র মাইনোর উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে বৃহস্পতিবার রাতের ম্যাচে স্বাগতিক উলভসের বিরুদ্ধে ৪-৩ গোলে জিতেছে এরিক টেন হাগের দল ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ম্যাচ পর জয় পেল ম্যানইউ।

মার্কাস র‌্যাশফোর্ড ও গাসমুস হয়লুনের গোলে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যানইউ। দ্বিতীয়ার্ধের মাঝপথে পাবলো সারাবিয়ার গোলে লড়াইয়ে ফেরে উলভস। 

পরক্ষণেই অবশ্য স্কট ম্যাকটমিনের লক্ষ্যভেদে ফের দুই গোলের লিড নেয় ম্যানইউ। খানিক বাদে স্কোরলাইন ৩-২ করেন ম্যাক্স কিলম্যান। যোগ করা সময়ে সমতা টেনে পয়েন্ট পাওয়ার আশা জাগান উলভসের পেদ্রো নেতো। এরপরই মাইনোর অসাধারণ গোল এবং ম্যানইউ’র স্বস্তির জয়।

ম্যাচের পঞ্চম মিনিটে সুযোগ পেয়েও ডি-বক্সে বল ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। উল্টো প্রকিপক্ষের পা হয়েই বক্সের বাইরে বল পেয়ে যান র‌্যাশফোর্ড। ঠান্ডা মাথায় নিখুঁত শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

চাপ ধরে রেখে ২২ মিনিটে ব্যবধান বাড়ায় ইউনাইটেড। বাঁ দিকে বাইলাইনের কাছ থেকে লুক শ গোলমুখে পাস দেওয়ার চেষ্টা করেন, স্লাইড করে বল বাইরে পাঠাতে চেয়েছিলেন উলভসের এক ডিফেন্ডার। উল্টোটাই হয়। বল তার পায়ে লেগে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলে জটলার মধ্যে গাসমুস হয়লুনের পা ছুঁয়ে গোললাইন পেরিয়ে যায়।

বিরতির আগের কয়েক মিনিটে প্রথমে হয়লুন এবং পরে কাসেমিরো জালে বল পাঠান। কিন্তু দুবারই অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

৫৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন হয়লুন। আলেহান্দ্রো গারনাচোর পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে যথেষ্ট জোরে শট নিতে পারেননি তরুণ ডেনিশ ফরোয়ার্ড, কোনোমতে পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

৭১ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন সারাবিয়া। ডি-বক্সে প্রতিপক্ষের পেদ্রো নেতোকে ইউনাইটেড মিডফিল্ডার কাসেমিরো ফাউল করলে পেনাল্টি পায় উলভস। পরে সমতা এনেও হার নিয়েই মাঠ ছাড়ে তারা। 
 

খেলা বিভাগের আরো খবর

Link copied!