• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

১১ বছর পর এফএ কাপের ফাইনালে ‘ম্যানচেস্টার ডার্বি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৩, ০৪:২২ পিএম
১১ বছর পর এফএ কাপের ফাইনালে ‘ম্যানচেস্টার ডার্বি’

শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ১৪২তম আসরের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। 

ম্যাচটিতে ইউনাইটেড ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ ম্যানচেস্টার সিটি ইতিমধ্যে প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছে। সুতরাং তারা মৌসুমের দ্বিতীয় শিরোপা জিততে চাইবে। পেপ গার্দিওলার শিষ্যরা এফএ কাপের ফাইনালে জিতলে তারা কাঙ্ক্ষিত ট্রেবল জয়ের পথে থাকবে। 

অন্যদিকে, এরিক টেন হ্যাগের ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটিকে তাদের মৌসুমের দ্বিতীয় শিরোপা জেতা থেকে বিরত রাখতে সর্বাত্মক চেষ্টা করবে। এবারই প্রথমবারের মতো এফএ কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেড। তাই যে দলই জিতুক, লেখা হবে নতুন ইতিহাস।

ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা বগলদাবা করেছে। তারা উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেছে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ফেবারিট ধরা হচ্ছে পেপ গার্দিওলার দলকেই। এফএ কাপ জিতলে ট্রেবল জয়ের অনন্য অর্জন হবে সিটির।

এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার শেষ ডার্বি হয়েছিল ২০১১ সালে, সেমিফাইনালে দুই দল মুখোমুখি হয়েছিল। ইয়ায়া তোরে ম্যাচের একমাত্র গোলটি ম্যানচেস্টার সিটিকে ৩০ বছর পর প্রথম এফএ কাপের ফাইনালে নিয়ে যায়। শিরোপাও তারা জয় করে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!