• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ম্যানসিটি ও রিয়াল শেষআটে মুখোমুখি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪, ০৭:৪৭ পিএম
ম্যানসিটি ও রিয়াল শেষআটে মুখোমুখি
ছবি: প্রতীকী

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শিরোপা ধরে রাখার অভিযানে কোয়ার্টার ফাইনালেই হয়তো সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ যে টুর্নামেন্টের রেকর্ড শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ।

সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার ২০২৩-২৪ আসরের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়।

চার বছর পর শেষ আটে ওঠা বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে। আরেক স্প্যানিশ দল আতলেতিকো মাদ্রিদ খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ১৪ বছর পর শেষ আটে ওঠা আর্সেনাল।
ইউরোপ সেরার প্রতিযোগিতার নকআউট পর্বে টানা তৃতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল ও ম্যানসিটি। আগের দুইবার তাদের দেখা হয়েছিল সেমিফাইনালে। এবার সেটা একধাপ আগেই হয়ে যাচ্ছে।

গতবার শেষ চারের প্রথম দেখায় রিয়ালের মাঠে ১-১ ড্র করে পেপ গুয়ার্দিওলার দল। পরে ঘরের মাঠে প্রতিপক্ষকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে ম্যানসিটি। শিরোপা লড়াইয়ে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট পরে দলটি।

দুই দলের এবারের লড়াই ঘিরেও দারুণ রোমাঞ্চ ছড়াচ্ছে। চলতি মৌসুমেও যে অসাধারণ ছন্দে এগিয়ে চলেছে তারা। রিয়াল লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। আর সিটি প্রিমিয়ার লিগের শীর্ষস্থান থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে।
রিয়াল ও ম্যানসিটির মধ্যে জয়ী দল সেমিফাইনালে খেলবে বায়ার্ন অথবা আর্সেনালের বিপক্ষে। বার্সেলোনা ও পিএসজির মধ্যে জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে আতলেতিকো অথবা ডর্টমুন্ডের মুখোমুখি হবে।

শেষ আটের প্রথম লেগ হবে ৯ ও ১০ এপ্রিল, ফিরতি লেগ ১৬ ও ১৭ এপ্রিল। শেষ চারের প্রথম লেগ ৩০ এপ্রিল ও ১ মে, দ্বিতীয় লেগ হবে ৭ ও ৮ মে। আর ফাইনাল হবে ১ জুন, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।
 

Link copied!