• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

ইন্টার মায়ামির নতুন অধিনায়ক মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৭:২৯ পিএম
ইন্টার মায়ামির নতুন অধিনায়ক মেসি
ফাইল ছবি

বর্তমান বিশ্বাকাপ জয়ী দলের অধিনায়ক লিওনেল মেসি। তিনি আর্জেন্টিনাকে ১ যুগেরও বেশি সময় ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। জাতীয় দলের বাহিরে ক্লাবেও অধিনায়কের দায়িত্ব সামলিয়েছেন। তিনি বার্সেলোনা ছাড়ার আগে অনেক দিন ক্লাবটির অধিনায়ক ছিলেন। তবে পিএসজি অধ্যায়ে। তবে মার্কিন মুলুকে গিয়ে এবার অধিনায়ক হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী তারকা। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির অধিনায়ক করা হচ্ছে এলএমটেনকে।

বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৫টায় লিগ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। ম্যাচটিতে অধিনায়ক হিসেবে দেখা যাবে লিওনেল মেসিকে। বিষয়টি জানিয়েছেন ক্লাবটির কোচ টাটা মার্টিনো। মার্তিনো বলেন, “ওই দিন বদলি হিসেবে মাঠে নামার সময় সে অধিনায়ক ছিলো। হ্যাঁ, সামনে সেই থাকবে।”

এর আগে গত ২২ জুলাই লিগ কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। ম্যাচটিতে ২-১ গোলে জয় পায় মায়ামি। যেখানে অভিষেক ম্যাচেই গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন তারকা।

ম্যাচটিতে ৫৪ মিনিটে বেঞ্জামিন ক্রেমাসচির পরিবর্তে মাঠে নেমেছিলেন মেসি। তবে এবার আটলান্টার বিপক্ষে ম্যাচের পুরো সময়ে মাঠে মেসিকে দেখা যেতে পারে। যেখানে অধিনায়কের ব্যান্ড মেসির হাতে ওঠার অপেক্ষায়। ক্লাবটির আগের অধিনায়ক ছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্রেগোর। তিনি পায়ের ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে রয়েছেন। ফলে মেসির অধিনায়ক হতে কোনো বাধা নেই।

Link copied!