• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

লঘুচাপ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৯, ২০২৪, ০১:২২ পিএম
লঘুচাপ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
আবহাওয়া অফিস। ফাইল ছবি

মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সারা দেশে বিচ্ছিন্নভাবে হওয়া বৃষ্টিপাত আগামী রোববার পর্যন্ত থাকবে।

বৃহস্পতিবার (৯ মে) এই তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে বা রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবদুর রহমান খান বলেন, বৃষ্টির প্রবণতা কমলে তাপমাত্রা বাড়বে। তবে ১৭ মে পর্যন্ত দেশে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ সময় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা কুষ্টিয়ার কুমারখালীতে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামের সীতাকুণ্ডে রেকর্ড করা হয়েছে।

Link copied!