• ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ জ্বিলকদ ১৪৪৬

ভারতের নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৩:১৮ পিএম
ভারতের নতুন টেস্ট অধিনায়ক  ঘোষণা
শুভমান গিল। ছবি: সংগৃহীত

ভারতের নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করে দেশটি। নতুন টেস্ট অধিনায়ক হলেন শুভমান গিল। ইংল্যান্ডের সফরে পাঁচ ম্যাচ সিরিজের টেস্টের জন্য এই তরুণ ব্যাটারকে দলনেতা করেই ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।

কিছু দিন আগেই রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়েছেন। এরপরই নতুন অধিনায়ক খুঁজে নিল বিসিসিআই।

এবার রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর প্রথমবার কোনো টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত। যেখানে ওপেনার হিসাবে দলে রয়েছেন যশস্বী জয়সাওয়াল এবং লোকেশ রাহুল রয়েছেন। সেইসঙ্গে অভিমন্যু ঈশ্বরণ ও সাই সুদর্শনকে দলে নেওয়া হয়েছে। ফলে রাহুলকে প্রয়োজনে মিডল অর্ডারে খেলানো হতে পারে। তিন নম্বরে খেলার জন্য শুভমান গিল রয়েছেন।

করুন নায়ার ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে দলে জায়গা করে নিয়েছেন। উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন ঋষভ পন্থ। তিনি দলের সহ-অধিনায়কও। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন ধ্রুব জুরেল। মিডলঅর্ডার সামলানোর জন্য রয়েছেন ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটারেরা।

ভারতের পেস আক্রমণ সামলাবেন জসপ্রিত বুমরাহ। তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং আর্শদীপ সিং। স্পিন বিভাগ সামলানোর জন্য রয়েছেন কুলদীপ যাদব।

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। সেই ম্যাচটি হবে লিডসে। দ্বিতীয় টেস্ট ২ জুলাই থেকে, ম্যানচেস্টার। তৃতীয় টেস্ট লর্ডসে, ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু চতুর্থ টেস্ট। পঞ্চম তথা শেষ টেস্ট হবে লন্ডনের ওভালে, ৩১ জুলাই থেকে।

ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুন নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, আর্শদীপ সিং ও কুলদীপ যাদব।

Link copied!