• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

টেস্ট অবসর ভেঙে বাংলাদেশ সিরিজে হাসারাঙ্গা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০৩:০৪ পিএম
টেস্ট অবসর ভেঙে বাংলাদেশ সিরিজে হাসারাঙ্গা
ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছবি : সংগৃহীত

চলতি সফরে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ১-২ ম্যাচে হেরে গেছে শ্রীলঙ্কা। টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে এবার ১৭ সদস্যের শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে লঙ্কানরা। দলে বড় চমক, অবসর ভেঙে টেস্ট দলে ফিরছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

সাদা বলের ক্রিকেটে মনোযোগ বাড়াতে গত বছর টেস্ট থেকে অবসরে যান হাসারাঙ্গা। ৪ টেস্টেই থেমে গিয়েছিল ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারের ক্যারিয়ার। হুট করে তিনি আবার ফিরলেন লাল বলের টেস্টে।

শেষবার টেস্টে বাংলাদেশের বিপক্ষেই খেলেছিলেন হাসারাঙ্গা। পাল্লেকেলেতে ২০২১ সালে তিনি সেই টেস্টটি খেলেছেন। আবার বাংলাদেশকে দিয়েই সাদা পোশাকে প্রত্যাবর্তন করছেন এই অলরাউন্ডার।

২২ মার্চ সিলেটে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর ৩০ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে মোট ২৪ টেস্টে বাংলাদেশ ১৮ হারের বিপরিতে জয় পেয়েছে মাত্র ১টিতে। ৫টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রভাত জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা ও চামিকা গুনাসেকারা।
 

Link copied!