• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,
কাতার বিশ্বকাপ

ফিফার চোখ এড়ায়নি বাংলাদেশে মেসির গোল উদযাপনের উৎসব!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ১১:১০ পিএম
ফিফার চোখ এড়ায়নি বাংলাদেশে মেসির গোল উদযাপনের উৎসব!
ছবি- গেটি ইমেজস

মেক্সিকোর বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনার শুরুটা ছিল ছন্দহীন। পুরো ম্যাচে অবশ্য কোনো সময়ই উপহার দিতে পারেনি গোল সুন্দর ফুটবল। তবুও আর্জেন্টিনা সমর্থকদের মন জয় করেছে দলের প্রাণভোমরা মেসির গোল। আর্জেন্টিনার পাশাপাশি পুরো বিশ্বেই উদযাপণ হয়েছে মেসির গোল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার টুইটে উঠে এসেছে মেসির ওই গোলের পর বাংলাদেশে হওয়া উদযাপণের ভিডিও।

শনিবার (২৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা দেখানোর আয়োজন হয়েছিল। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই করা হয়েছিল বিশেষ আয়োজন।

এমনই এক দৃশ্য উঠে এসেছে ফিফার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে। মেসির গোলের পর আনন্দ উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। ওই ভিডিও নিজেদের টুইটারে প্রকাশ করে ফিফা।

ভিডিও প্রকাশ করে ফিফা লিখেছে, “এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা–সমর্থকেরা এভাবেই লিওনেল মেসির গোল উদ্‌যাপন করছে।”

বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপের খেলাগুলো। সেখানে প্রিয় দলের জার্সি গায়ে, পতাকা হাতে খেলা দেখতে আসেন সমর্থকেরা। অনেকে সঙ্গে নিয়ে আসেন ভুভুজেলা বাঁশি। অনেকে আবার ঢাকঢোলসহ অন্যান্য বাদ্যযন্ত্রের তালে তালে খেলা উপভোগ করেন।

এছাড়াও বিশ্বকাপ শুরুর আগে থেকেই পুরো দেশজুড়ে লেগেছে আলাদা আমেজ। প্রিয় দলের পতাকা ওড়ানোর পাশাপাশি রঙ-বেরঙের গ্রাফিতিও চোখে পড়েছে সবার।

Link copied!