• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

ইউরোপের ‘গোল্ডেন শু’ যাচ্ছে হলান্ডের ঝুলিতে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০১:০৩ পিএম
ইউরোপের ‘গোল্ডেন শু’ যাচ্ছে হলান্ডের ঝুলিতে

তার হাতেই উঠবে ‘গোল্ডেন শু’ অ্যাওয়ার্ড। যিনি এক মৌসুমে ইউরোপিয়ান ক্লাব লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতা। লিগ শেষের দিকে হওয়ায় এ নিয়ে আলোচনা তুঙ্গে। আর সে আলোচনায় অবধারিত ম্যান সিটি ফরোয়ার্ড আর্লিং হলান্ডের নাম। ৩৬ গোল করে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড গড়েছেন এ নরওয়েজিয়ান তারকা।

‘গোল্ডেন শু’ জেতার দৌড়ে এরপর আছেন টটেনহামের হ্যারি কেইন। এবারের লিগে তার গোল সংখ্যা ২৭।

সম্মানজনক এ পুরস্কার প্রাপ্তির সম্ভাব্যতায় এরপর আছেন ফ্রেঞ্চ লিগ আঁর সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। এ মৌসুমে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ২৬টি।

একই লিগের দল লিঁওর তারকা আলেক্সান্দার লাকাজাত্তে করেছেন ২৫টি গোল। এখনো কয়েকটি খেলা বাকি আছে। এমবাপ্পের সঙ্গে তাই তার লড়াই জমে উঠবে বলে আশা করছেন ফুটবল ভক্তরা।

‘গোল্ডেন শু’ ছোঁয়ার দৌড়ে পাঁচে আছেন এবারের ‘সিরি আ’ জয়ী নাপোলি তারকা ভিক্টর ওসিমেন। ২৩টি গোল করেছেন এ নাইজেরিয়ান তারকা।
 

Link copied!