• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

সুইসদের হারিয়ে অনবদ্য রেকর্ড ব্রাজিলের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০১:৫৪ এএম
সুইসদের হারিয়ে অনবদ্য রেকর্ড ব্রাজিলের
ছবি- গেটি ইমেজস

কাতার বিশ্বকাপে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। শুধু তাই নয়, সুইসদের হারিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়েছে সেলেসাওরা।

১৯৯৮ সালে ফাইনালে উঠলেও বিশ্বকাপে শিরোপা জেতা হয়নি ব্রাজিলের। সেবারই সর্বশেষ গ্রুপ পর্বে ম্যাচ হেরেছিল ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল।

এরপর ২০০২, ২০০৬,২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে হারে কোনো ম্যাচ। ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলা দুই ম্যাচেই জিতেছে ব্রাজিল। প্রথম ম্যাচে সার্বিয়াকে হারিয়ে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে। সুইজারল্যান্ডকে হারিয়ে এই সংখ্যাটা হয়েছে ১৭। টানা ২৪ বছর অপরাজিত থাকার রেকর্ড তাদের।

নক আউট পর্বে উঠার ক্ষেত্রেও রেকর্ড গড়েছে ব্রাজিল। কাতারে টানা ১৪বারের মতো নক আউট পর্বে খেলবে সেলেসাওরা। এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে সবগুলো বিশ্বকাপ আসরে খেলা ব্রাজিল মাত্র তিনবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।

এছাড়াও ১৯৯৮ সালে ফ্রান্সের পর প্রথম দল হিসেবে প্রতিপক্ষের কোনো শট মোকাবিলা না করেই নক আউট পর্ব নিশ্চিত করলো ব্রাজিল। সার্বিয়া ও সুইজারল্যান্ড, কোনো দলই ব্রাজিলের ডেডলক ভাঙতে পারেনি।

Link copied!