• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,
কাতার বিশ্বকাপ

মেসির সঙ্গে না লাগতে হুঁশিয়ারি সমর্থকের!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ০৫:১৬ পিএম
মেসির সঙ্গে না লাগতে হুঁশিয়ারি সমর্থকের!
গোল করে যেন দেখাতে চাইলেন, এই যে মেসি এখানে!

টানা ৩৬ ম্যাচ জিতে হট ফেবারিটের তকমা নিয়ে কাতারে এসেছিল আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারে উড়তে থাকা আর্জেন্টিনা চলে যায় খাদের কিনারায়!

অপ্রত্যাশিতভাবে আর্জেন্টিনাকে হারানোর পর যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন সৌদি আরবের সমর্থকেরা। ম্যাচ শেষে তারা ব্যঙ্গ করে স্লোগান দিতে থাকেন, মেসি কোথায়? আমরা তার দলকে হারিয়েছি!

সৌদি সমর্থকদের এমন আচরণে রীতিমতো বিস্মিত হয়ে যান আর্জেন্টিনা ও মেসি ভক্তরা। তবে দলের অবস্থান বুঝে তখনই কিছু বলতে পারেননি তারা।

তবে গত রাতে বাঁচা-মরার লড়াইয়ে মেক্সিকোকে হারানোর পরই সৌদি সমর্থকদের জবাব দিয়েছেন মেসি ভক্তরা। মেক্সিকোর বিপক্ষে দারুণ এক গোল ও অ্যাসিস্ট করেছেন মেসি। ফলে জবাব দেওয়ার জুতসই সময়ও পেয়ে গিয়েছেন তারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এক মেসি ও আর্জেন্টিনা সমর্থক বলেন, “মেসি এখনো এখানে আছে, সে কখনো হাল ছাড়বে না। মেসির সঙ্গে লাগতে এসো না। এটা মেসি।”

মেক্সিকোকে হারানোর পর বিশ্বকাপের শিরোপাও নিজেদের হাতেই দেখছেন ওই আর্জেন্টিনা সমর্থক। “পুরো বিশ্বকে এবার মেসি দেখাবে, বিশ্বকাপ আমাদের হাতে, আর্জেন্টিনার হাতে” যোগ করেন দোহা নামের ওই সমর্থক।

তবে মেক্সিকোকে হারালেও বিপদ কাটেনি আর্জেন্টিনার। শেষ ষোলোটে উঠতে গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডকেও হারাতে হবে মেসির দলের। 

Link copied!