• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াকু হার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪, ০৩:৫১ পিএম
বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াকু হার
তৃষ্ণার (বাঁয়ে) হ্যাটট্রিকই ছিল সিরিজ হারানো বাংলাদেশের একমাত্র সান্তনা। ছবি : সংগৃহীত

বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটা জেতার পর্যায়ে ছিল। বলা যায়, লড়াই করেও ৫৮ রানে হারতে হলো স্বাগতিক বাংলাদেশকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী অজি দল। 

চরম ভরাডুবিতে চরম হতাশার সিরিজের শেষ দিকে এসে যেন হঠাৎ আলোর ঝলকানি। সিরিজ বাঁচানোর দ্বিতীয় ম্যাচে প্রথমবার খেলতে নেমেই হ্যাটট্রিকের কীর্তি গড়েন বাংলাদেশের পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। তার দুর্দান্ত বোলিংয়ের পরও ১৬১ রানের বড় পুঁজি গড়ে এলিসা হিলির দল। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। 

ঘরের মাঠে পরম শক্তিধর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে যেন ‘রিয়েলিটি চেক’ হয়ে গেল বাংলাদেশের মেয়েদের জন্য।

মিরপুর স্টেডিয়ামে এই ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসে ম্যাচসেরা জর্জিয়া ওয়ারহ্যাম ৫৭, গ্রাস হ্যারিস ৪৭, এলিস পেরি ২৯ এবং তাহলিয়া ম্যাকগ্রাথ ১৯ রান করেন। 

বাংলাদেশের তৃষ্ণা ১৯ রানে ৪টি এবং নাদিয়া আক্তার ২১ রানে ও ফাহিমা খাতুন ৩৪ রানে ২টি করে উইকেট পান। 

বাংলাদেশের ইনিংসে ডালিয়া আক্তার ২৭, স্বর্ণা অক্তার ২১, ফাহিমা ১৫ এবং রাবেয়া খান অপরাজিত ১৪ রান করেন। 

অজিদের অ্যাশলে গার্ডনার ১৭ রানে ও সোফিয়া মলিনেক্স ১০ রানে ৩টি করে এবং মেগান স্কাট ৩১ রানে ২টি উইকেট লাভ করেন।

আগামী বৃহস্পতিবার মিরপুরেই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 
 

Link copied!