• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,

বায়ার্নের মাঠে ড্র করেও খুশি নন আনচেলেত্তি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১, ২০২৪, ০১:৩৫ পিএম
বায়ার্নের মাঠে ড্র করেও খুশি নন আনচেলেত্তি
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলেত্তি। ছবি : সংগৃহীত

বায়ার্ন মিউনিখের মাঠ থেকে স্বস্তির ড্র করে ফিরেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে মিউনিখের মাঠে ২-২ গোলে ম্যাচ ড্র করেছে রিয়াল। পরের লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে জার্মান দৈত্যদের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা। ঘরের মাঠে খেলা, তাই রিয়ালই এগিয়ে থাকবে সেদিন। তবু খুশি নন রিয়ালের কোচ কার্লো আনচেলেত্তি।

এই ম্যাচে টনি ক্রুসের ডিফেন্স চেরা পাস ধরে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে লেরয় সানে আর হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। শেষ দিকে ভিনিসিয়ুস পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান।

ম্যাচ শেষে আনচেলেত্তি জানালেন ফল ভালো হলেও খেলার মান নিয়ে অখুশি তিনি। রিয়াল বস বলেন, “ফল ভালো হয়েছে কিন্তু যে মানের খেলেছি আমরা তার থেকে ভালো করতে পারতাম। বায়ার্ন তাদের সেরা ছন্দ দেখিয়েছে, যা আমরা পারিনি। পরের সপ্তাহে আমাদের উন্নতি করতে হবে।”

খেলোয়াড়দের মধ্যে তীব্রতার ঘাটতি ছিলো উল্লেখ করে রিয়াল কোচ আরও বলেন, “মনে হচ্ছে আমরা একটু আয়েশি ছিলাম, তীব্রতার ঘাটতি ছিলো। আমরা তাদের অনেক বেশি সুযোগ দিয়েছি খেলায় নিয়ন্ত্রণ আনার জন্য। আমরা একটু নমনীয় ছিলাম।”

সেমিফাইনালের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার আবার মুখোমুখি হবে দুদল। ঘরের মাঠে ওই ম্যাচে চেনা আবহে দাপুটে রিয়ালকে পাওয়ার আশা কোচের, “বরাবরের মতো এখানে এসে আমাদের আরেকটি ফাইনাল খেলার দারুণ সুযোগ। ভালো দলের বিপক্ষে টাই ভালো ফল। আরেকটি ৯০ মিনিটের লড়াই আছে। আবহটা তখন থাকবে ভিন্ন, ভক্তরা আমাদের সাহায্য করবে।”

Link copied!