• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশ দলের নতুন ট্রেনার ইফতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২, ২০২৪, ১২:৩০ পিএম
বাংলাদেশ দলের নতুন ট্রেনার ইফতি
ইফতেখার ইসলাম ইফতি। ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফে ছিলেন না কয়েকজন সদস্য। বিশেষ করে পেস বোলিং কোচ, ট্রেনার ও ভিডিও এনালিস্ট। এরপর বছরের শেষ দিকে নিউজিল্যান্ডে সিরিজে সাময়িকভাবে কাজ চালিয়েছে বিসিবি।

বিপিএল শেষে ব্যস্ততা এখন শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ নিয়ে। আর এই সিরিজের আগে অবশ্য নতুন করে ব্যাটিং কোচ, পেস বোলিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। একই সঙ্গে নতুন করে ট্রেনার হিসেবে নিয়োগ পেলেন ইফতেখার ইসলাম ইফতি।

বিসিবির সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইফতি নিজেই। সবশেষ বিপিএলে তিনি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ট্রেনার। এর আগে বাংলাদেশ দলের হয়ে এই পদে সবশেষ ছিলেন বিদেশি নিক লি। 

এদিকে ভিডিও এনালিস্ট হিসেবে নিউজিল্যান্ডে সিরিজে অন্তবর্তীকালীন মোহসীন শেখকে নিয়েছিল বিসিবি। তবে নতুন করে তার সাথে চুক্তির কোনো তথ্য জানা যায়নি। যে কারণে শ্রীলঙ্কা সিরিজে কে থাকবেন এ দায়িত্বে সেটা অজানা।

এইচপির প্রধান কোচ ডেভিড হেম্প ইতোমধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে। তিনি দায়িত্ব সামলাবেন ব্যাটিং কোচের। এছাড়া আন্দ্রে আডামস পেয়েছেন নতুন করে পেস বোলিংয়ের দায়িত্বে।
 

Link copied!