২০০৭ সালের পর আবারও নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হচ্ছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ডাসদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। বুধবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় দিল্লিতে ম্যাচটি শুরু হবে।
পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ জয়ের সুখস্মৃতি ধরে রেখে ডাসদের সঙ্গে জয় পেতে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে কামিন্সের দল। ছোট ইনজুরি থাকায় মার্কাস স্টয়নিসের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। অন্যদিকে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের তেতো স্বাদ ভুলে গিয়ে অজিদের হারিয়ে আরও এক ম্যাচ জয় তুলে নিতে কোন পরিবর্তন রাখেনি নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
এদিন আগে ব্যাট নেওয়ার কারণ হিসেবে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, এখন বেশ রোদ রয়েছে এবং মনে হচ্ছে পিচটাও ভালো। তাই আগে ব্যাট করাই ভালো হবে। আর নেদারল্যান্ডস অধিনায়ক এডওয়ার্ডস জানান, আমরাও আগে বল করতে চেয়েছি। তাই যা চেয়েছি, তাই পেয়েছে।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, জশ ইংলিস, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।
নেদারল্যান্ডস একাদশ
বিক্রম সিং, ম্যাক্স ও`ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সিব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ফন বিক, রোলফ ফন ডার মারওয়ে, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।