• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি, জুনেই আসবে মেসিরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ১০:৫০ পিএম
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি, জুনেই আসবে মেসিরা

আবারও আর্জেন্টিনার বাংলাদেশ সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানাচ্ছে, জুনেই বাংলাদেশে আসছে লিওনেল মেসিরা। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি।  

আর্জেন্টিনার ডবল আমারিল্লার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন মাসের ১২ থেকে ২০ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা।

নতুন বছর খেলার সূচি পরিকল্পনা করছে আর্জেন্টিনা, সেখানে বাংলাদেশ সফরের বিষয়টি নিয়ে আলোচনা করেছে তারা। সেই মোতাবেক জুনের ১২ থেকে ২০ তারিখের মধ্যে লিওনেল মেসির দলকে বাংলাদেশ পাঠাতে চাইছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)।

এর আগে গত মাসে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বাংলাদেশ সফরের খবর দিয়েছিল বাফুফে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তো বলেই দিয়েছিলেন, চলতি বছরের জুনে বাংলাদেশে আসবেন লিওনেল মেসিরা। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে আর্জেন্টিনার বাংলাদেশে আসা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

আর্জেন্টিনার সফর নিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও পরে সেটা বাতিল করা হয়। আগেভাগে খবর ফাসঁ হওয়াতে মধ্যস্তাকারী পক্ষ নাখোশ হওয়ায় আর্জেন্টিনার বাংলাদেশ সফর তখন অনেকটাই ভেস্তে যায়। তবে এবার মেসিদের দেশের সংবাদমাধ্যমই এ বিষয়ে নিশ্চিত করেছে।

কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার প্রটি বাংলাদেশের মানুষের অকুন্ঠ ভালোবাসার কথা পৌঁছে গিয়েছে দেশটিতে। স্বয়ং লিওনেল মেসি ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানিও এ বিষয়ে নিজেদের ভালো লাগার কথা বলেছিলেন।

কাতারে ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এরপর থেকেই মেসিদের বাংলাদেশে আনার চেষ্টা করছিল বাফুফে। প্রথম দফায় সেটি ভেস্তে গেলেও আবারও এটি নিয়ে আশার সঞ্চার হয়েছে।

Link copied!