• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

মেসি থাকলে ডাচদের বিপক্ষে হারে না আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৫:০২ পিএম
মেসি থাকলে ডাচদের বিপক্ষে হারে না আর্জেন্টিনা
ছবিঃ গেটি ইমেজস

নেদারল্যান্ডসের বিপক্ষে এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে দুই ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। দুই ম্যাচেরই ডাচদের হারিয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছে আলবেসেলিস্তারা। চলতি বিশ্বকাপেও মেসি আছেন, আর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে সেই নেদারল্যান্ডস।

সর্বপ্রথম মেসির প্রথম বিশ্বকাপে ২০০৬ সালে গ্রুপ পর্বের ম্যাচে ডাচদের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে গোল শূন্য ড্র করেছিল মেসির দল।

এরপর সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে ১২০ মিনিটেও কোনো দল গোল করতে পারেনি। এরপর টাইব্রেকারে ডাচদের হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন মেসি।

আর্জেন্টিনা নেদারল্যান্ডসকে সরাসরি হারিয়েছিল ৪৪ বছর আগে। ১৯৭৮ বিশ্বকাপে ডাচদের ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল আলবেসেলিস্তারা।

এখন পর্যন্ত সবমিলিয়ে ৯ বার নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। যেখানে চার জয় নিয়ে এগিয়ে রয়েছে ডাচরা। অন্যদিক আর্জেন্টিনার জয় তিন ম্যাচে ও বাকি দুই ম্যাচ ড্র।

শুক্রবার (৯ ডিসেম্বর) শেষ আটের ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

Link copied!