• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

দুই দশক পরও সেনেগালের নায়ক আলিউ সিসে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ১২:২১ এএম
দুই দশক পরও সেনেগালের নায়ক আলিউ সিসে

২০০২ এরপর ২০২২, দীর্ঘ দুই দশক অপেক্ষার পর ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে খেলার যোগ্যতা পেয়েছে সেনেগাল। প্রথমবার খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে সেনেগালকে নকআউট পর্বে তুলেছিলেন আলিউ সিসে। দুই দশক পর দ্বিতীয়বার দলকে নকআউট পর্বে তোলার সময় সিসে পালন করছেন কোচের দায়িত্ব।

২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলেছিল সেনেগাল। নকআউট পর্বে সুযোগ পাওয়ার পরের তিন আসরে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফিরলেও অদ্ভুতুরে নিয়মে গ্রুপ পর্বেই বাদ পড়েছিল।

সেই দুঃখ হয়তো সবসময়ই তাড়া করে বেড়াবে সেনেগাল সমর্থকদের। চার বছর পর ২০২২ কাতার বিশ্বকাপে আবারও নকআউট স্টেজে দেখা যাবে আফ্রিকান চ্যাম্পিয়নদের।

নকআউট স্টেজে দুইবারই লায়নসদের শিবিরে পাওয়া যাবে একটি নাম। সেটা হলো- আলিউ সিসে। ২০০২ সালে ছিলেন সেনেগালের খেলোয়াড়। দুই দশক পর কোচ হিসেবে আছেন দলটির সাথে।

শুধু তাই নয়, সেনেগালের প্রথম মেজর কোনো শিরোপাও এসেছে আলিউ সিসের হাত ধরে। ২০২২ আফ্রিকান নেশনস কাপ জয়ে দলটির কোচ হিসেবে ভূমিকা রেখেছিলেন তিনি। ২০১৯ ও ২০০২ সালেও আফ্রিকান নেশনস কাপে ছিলেন সেনেগাল দলের সাথে। ২০১৯ সালে ভূমিকা ছিল কোচ হিসেবে। ২০০২ সালে সেনেগাল দলে আলিউ সিসে ছিলেন কোচ। ২০০২ বিশ্বকাপেও সেনেগালকে নেতৃত্ব দিয়েছিলেন সিসে।

Link copied!