• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

রোনালদোর হ্যাটট্রিকে সৌদি প্রো-লিগের শীর্ষে আল-নাসর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১১:৪৩ এএম
রোনালদোর হ্যাটট্রিকে সৌদি প্রো-লিগের শীর্ষে আল-নাসর

সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর দ্বিতীয় দফায় হ্যাটট্রিকের স্বাদ পেলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার দামাক এফসির বিপক্ষে তার দল আল-নাসরের হয়ে প্রথমার্ধে হ্যাটট্রিক করেন এই সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

খেলা শুরু হওয়ার মাত্র ১৮ মিনিটের মধ্যে হ্যান্ডবলের জন্য ইব্রাহিম আল নাখলিকে অভিযুক্ত করে পেনাল্টি দেওয়া হয়। রোনালদো পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন।

দুর্দান্তভাবে বাঁ পায়ের মাধ্যমে রোনালদো ম্যাচে তার গোলসংখ্যা দ্বিগুণ করেন এবং পরবর্তী পাঁচ মিনিটের মধ্যে তার দলকে ২-০-তে এগিয়ে দেন।

এই গোলের ফলে রোনালদো তার বাঁ পায়ে এখন ১৫৩ গোল করেছেন। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে রোনালদো তার হ্যাটট্রিক পূরণ করেন। তার শেষ চার ম্যাচে তিনি সাতটি গোল করেছেন এবং দুটি অ্যাসিস্ট করেছেন। 

এটি ছিল রোনালদোর ক্যারিয়ারের ৬২তম হ্যাটট্রিক। এর মধ্যে তার ৩০টি হ্যাটট্রিক ৩০ বছর বয়সের আগে এসেছে এবং বাকি ৩২টি হ্যাটট্রিক এসেছে ৩০ বছর পর।

এই জয়ে আল-নাসর সৌদি প্রো লিগের শীর্ষে ফিরে এসেছে। আল-ইত্তিহাদের থেকে দুই পয়েন্ট এগিয়ে আছে তারা। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরেছে দামাক।

Link copied!