• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ

আফিফ-মোসাদ্দেকে লড়াকু সংগ্রহ বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ১১:৪৩ এএম
আফিফ-মোসাদ্দেকে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংটা ভালো হলো না বাংলাদেশের। ওপেনাররা ভালো শুরু এনে দিলেও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় পরে আর ছন্দ ধরে রাখতে পারেনি টাইগাররা।

নেদারল্যান্ডসের পেসারদের লেন্থ বলে ঠিকমতো টাইমিংই করতে পারছিলেন না টাইগার ব্যাটাররা। এগারো ওভারের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে তখন লড়াই করার মতো পুঁজি এনে দেওয়ার চেষ্টা করেন আফিফ হোসেন। তবে কেউই যোগ্য সমর্থন দিতে পারেননি।

শেষ দিকে ব্যাট হাতে চেষ্টা করেছিলেন মোসাদ্দেক। তবে তাকেও কেউ সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ পেয়েছে টাইগাররা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই হয়েছিল বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারে ওপেনার সৌম্য সরকারের দুই চারে ১২ রান যোগ হয় স্কোরবোর্ডে।

এরপর ব্যাট হাতে আক্রমণাত্মক হয়ে ওঠেন আরেক ওপেনার নাজমুল হোসাইন শান্ত। ইনিংসের ষষ্ট ওভারে প্রথম উইকেট হারায় টাইগাররা। দলীয় ৪৩ রানে পুল করতে গিয়ে আউট হয়ে ফেরেন সৌম্য।

সঙ্গীকে হারিয়ে দ্রুত বিদায় নেন শান্তও। ডাচ স্পিনার টিম প্রাঙ্গলের বলে আউট হওয়ার আগে শান্তর ব্যাট থেকে আসে ২০ বলে ২৫ রানের ইনিংস।

তিন রানের ব্যবধানে লিটন কুমার দাস ও অধিনায়ক সাকিব আল হাসান ফিরে গেলে ৬৩ রানে চার উইকেট হারিয়ে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

এরপর ইয়াসির আলীকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন আফিফ হোসাইন। কিন্তু ১৩ রানের ব্যবধানে দলের বিপদ বাড়িয়ে ফিরে যান ইয়াসিরও।

নুরুল হাসান সোহানকে নিয়ে লড়াই শুরু করেন আফিফ। ১২০ রানে ডাচ পেসার ডি লিডের বলে ফাইন লেগে সোহান ক্যাচ আউট হলে ভাঙে তাদের ৪৬ রানের জুটি। তবে এই জুটিতে সোহানের অবদান খুবই কম। তার বাউন্ডারি না মারতে পারা বরং চাপ বাড়িয়েছে আফিফের উপর।

সোহান ফেরার চার বল পর ফিরে আন আফিফও। সম্ভবত ম্যাচের সবচেয়ে বাজে বলে আউট হন তিনি, উইকেটের পিছনে লেগ সাইডে ঝাপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন ডাচ উইকেটরক্ষক।

সোহান আউট হওয়ার পর ব্যাটিংয়ে আক্রমনাত্মক ব্যাট চালানো শুরু করেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। শেষ পযর্ন্ত মোসাদ্দেকের ১২ বলে ২০ রানের ক্যামিওতে ১৪৪ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।  

Link copied!