বিশ্বকাপের ডামাডোলে কাঁপছে ক্রিকেট বিশ্ব। ভক্তরা তাদের প্রিয় দল নিয়ে আশাবাদী কথা বলছেন। সেই সুরে তাল মেলাচ্ছেন সাবেক তারকা ক্রিকেটাররাও। এবার বিশ্বকাপে ভালো করার জন্য পাকিস্তানকে বিশেষ পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক রমিজ রাজা।
বিশ্বকাপের আগে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। দুর্দান্ত ছন্দে থাকা পাকিস্তান প্রথম হোঁচট খায় এশিয়া কাপে। এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ৩৪৫ রান করেও পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করতে হয় বাবরদের। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে জয়ের ‘পথ’ দেখিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা।
রমিজ রাজা বলেন, “বিশ্বকাপেও যদি পাকিস্তানের বোলিং এমন নির্বিষ থাকে তবে ম্যাচ জিততে হলে বাবর-রিজওয়ানদের ৪০০ রান করতে হবে।”
পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, “জানি, এটা কেবলই একটা প্রস্তুতি ম্যাচ ছিলো। জয় সবসময়ই গুরুত্বপূর্ণ। আর জেতা একটা অভ্যাসের ব্যাপার। আমার মনে হচ্ছে, পাকিস্তানের মধ্যে এখন হারার অভ্যাস ঢুকে গেছে। তারা প্রথমে এশিয়া কাপে হারলো আর এখন ৩৪৫ রান করেও জিততে পারলো না।”
শাহীন শাহ আফ্রিদিসহ পাকিস্তানের পেসারদের তীব্র সমালোচনা করেন রমিজ রাজা।সাবেক পিসিবি প্রধান বলেন, “ভারতের উইকেট সব সময় এমন। পাকিস্তানের বোলাররা যদি এভাবে ব্যর্থ হতে থাকে তবে ম্যাচ জিততে ব্যাটস্যানদের ৪০০ রান করতে হবে। পাকিস্তানকে এখন কৌশলে পরিবর্তন আনতে হবে। আমরা শুরুতে রক্ষণাত্মক খেলছি তারপর আক্রমণে যাচ্ছি।”








































