• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

৪০ দেশ বয়কট করতে পারে প্যারিস অলিম্পিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৪:৫২ পিএম
৪০ দেশ বয়কট করতে পারে প্যারিস অলিম্পিক

অলিম্পিক গেমসের পরবর্তী আসর বসবে ফ্রান্সের প্যারিসে। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই আয়োজনে ৪০টির মতো দেশ বয়কট করতে পারে। পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটনমন্ত্রী কামিল বোর্নিজুক মনে করছেন, এতে এই অলিম্পিক অর্থহীন হয়ে পড়বে।

জানুয়ারিতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন প্যারিস অলিম্পিক বয়কটের হুমকি দিয়েছিল। 

এর আগে পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়া যৌথভাবে রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের ২০২৪ অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নিতে অনুমোদন দেওয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করে। এর পরপরই পোলিশ ক্রীড়ামন্ত্রী এই মন্তব্য করলেন।

ইউক্রেন হুমকি দিয়েছিল, রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের সুযোগ দেওয়া হলে তারাও প্যারিস অলিম্পিক বয়কট করবে। গতকাল বৃহস্পতিবার  আইওসি বলেছে, যে কোনো ধরনের বয়কটে কেবল ‘ক্রীড়াবিদরাই শাস্তি’ পাবে।

১০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আইওসির বৈঠকের আগে সংস্থাটির পরিকল্পনা ঠেকাতে যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্রসহ ৪০টি দেশ নিয়ে একটি জোট গঠন করা সম্ভব বলে মনে করেন বোর্নিজুক।

তিনি বলেন, "অলিম্পিকের আগে আমরা কোনো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে চাই না। যদি আমরা অলিম্পিক বয়কট ই করি, তবে আমাদের জোট অলিম্পিককে অর্থহীন করে তুলতে যথেষ্ট।"

Link copied!