রেলিগেটেড দল রিয়াল ভায়াদোলিদের মাঠে হারের শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। শুরুতে গোল হজম করে তারা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ালো। শনিবার লা লিগায় ২-১ গোলের ঘুরে দাঁড়ানো জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান সাত পয়েন্টে বাড়ালো কাতালান জায়ান্টরা।
রোববার সেল্টা ভিগোর বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুত খেলবে দুই নম্বরে থাকা রিয়াল (৭২)। চার ম্যাচ হাতে রেখে ৭৯ পয়েন্ট নিয়ে তাদের উপরে বার্সেলোনা। গত সপ্তাহে ৩-৩ গোলে ড্র করার পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে তারা মঙ্গলবার নামবে ইন্টার মিলানের মাঠে। তার আগে এই জয় তাদের উজ্জীবিত রাখছে।
সাত মাস ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা বার্সা কিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনকে শুরুতেই পরীক্ষা নেয় স্বাগতিকরা। ছয় মিনিট পর রাউল মোরোর থ্রু বল ধরে ইভান সানচেজের ডিফ্লেক্টের ক্রস দূরের পোস্ট দিয়ে জালে ঢোকে।
ম্যাচ শেষে টের স্টেগেন বললেন, ‘এই ম্যাচ খেলার জন্য আমি উন্মুখ ছিলাম। জিতলে সবসময় ভালো লাগে। ভালো ফল ধরে রাখা ছিল গুরুত্বপূর্ণ। এখন আমরা সামনের কয়েক সপ্তাহের দিকে তাকিয়ে। কিছু বড় ম্যাচ আছে আমাদের, যেগুলো আমাদের প্রত্যেকের জন্য হতে যাচ্ছে দারুণ।’
ম্যাচে পিছিয়ে পড়া নিয়ে এই জার্মান কিপার বললেন, ‘১-০ গোলে পিছিয়ে পড়লে যে কোনও দলের জন্য কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তাদের কিছুই হারানোর ছিল না। আজ রাতে অনেক লড়েছে তারা, তাদের সঙ্গে ছিল ভক্তরা। কিন্তু আমাদের যেটা করার দরকার সেটা করেছি, ম্যাচ জিতেছি, এখন আমাদের এগিয়ে যেতে হবে।’
এক গোলে পিছিয়ে পড়ার পর বার্সা গোল শোধ দিতে মরিয়া ছিল। কিন্তু বিরতির আগে তাদের সব প্রচেষ্টা নস্যাৎ করে দেন ভায়াদোলিদ কিপার আন্দ্রে ফেরেইরা। আনসু ফাতি ও ফারমিন লোপেজকে রুখে দিয়ে অতিথি দলকে ভোগান পর্তুগিজ কিপার।
১৯ বছর বয়সী অভিষিক্ত দানি রদ্রিগেজ ইনজুরিতে পড়লে তার প্রাথমিক চিকিৎসার ম্যাচ কিছুক্ষণ বন্ধ ছিল। তার বদলি হন লামিনে ইয়ামাল। দ্বিতীয়ার্ধে ইনজুরিতে গাভিকে হারায় বার্সা। যদিও ততটা গুরুতর মনে হয়নি।
হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘আমি মনে করি গাভি ঠিক আছে। আশা করি এটা গুরুতর ইনজুরি না। ম্যাচ শেষে সে বলেছিল, ঠিক আছে। কিন্তু কাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’
ফ্লিকের দল বিরতির পর ঘুরে দাঁড়ায়। বদলি নেমে রাফিনহা ৫৪তম মিনিটে হাফ ভলিতে জাল কাঁপান। তার আগে ফেরেইরা ইয়ামালের ক্রস ফিরিয়ে দেন।
এক ঘণ্টা যেতেই লোপেজ লিড এনে দেন। জেরার্ড মার্টিনের পাসে দূর থেকে জালে বল জড়িয়ে দেন তিনি।
তৃতীয় গোলের খোঁজে থাকা বার্সাকে হতাশ করতে পোস্টে আঘাত করেন হেক্টর ফোর্ট। ডিফেন্ডার আন্তোনিও কানদেলা গোললাইন থেকে চমৎকারভাবে ইয়ামালের শট বিপদমুক্ত করেন।
স্বাগতিকরাও শেষ দিকে হুমকি দিয়েছিল। বদলি নামা জুয়ানমি লাতাসাকে ফিরিয়ে দেন টের স্টেগেন। মোরো অল্পের জন্য লক্ষ্যভেদ করতে পারেননি। তাতে বার্সা জয় নিয়ে মাঠ ছাড়ে।