আইপিএল নিয়ে বড় দুঃসংবাদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০১:২৬ পিএম
আইপিএল নিয়ে বড় দুঃসংবাদ
ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান সংঘাতের মাঝে এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শুক্রবার (৯ মে) সকালে এমন তথ্য জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

জানা গেছে, ধরমশালায় বৃহস্পতিবার পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্য়াচ মাপথে বাতিল হওয়ার পর থেকেই কালো মেঘ জন্মেছিল আইপিএলের আকাশে ৷ সংবাদ সংস্থা পিটিআই’য়ের রিপোর্ট অনুযায়ী দেশে ফিরতে চাইছিলেন অধিকাংশ বিদেশি ক্রিকেটাররা ৷ এমতাবস্থায় আইপিএল চালিয়ে যাওয়া যে ঝুঁকির হয়ে দাঁড়াচ্ছিল, তা স্পষ্ট ৷ সকালে আইপিএলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল বিসিসিআই ৷ সেখানেই আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

তবে পরিস্থিতি স্বাভাবিক হলে টুর্নামেন্ট পুনরায় শুরু করা হতে পারে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের এক শীর্ষ আধিকারিক ৷ তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া মোটেই সমীচীন নয় ৷ দেখা যাক আগামী কয়েক দিনে পরিস্থিতির কোনো পরিবর্তন হয় কি না ৷ তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে ৷’

Link copied!