• ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২, ১৪ জ্বিলকদ, ১৪৪৪

টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে যা বললেন কোহলি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০১:৫৬ পিএম
টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে যা বললেন কোহলি
বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। টেস্ট ক্রিকেট ছাড়তে চান, এমনটা আগেই জানিয়েছিলেন এই তারকা খেলোয়ার। তবে তার এই সিদ্ধান্ত মানতে পারছিলেন না অনেক সাবেক তারকা ক্রিকেটার থেকে দর্শক-ভক্তরা। তবে কোহলিও সিদ্ধান্তে অটল।

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটারকে টেস্টে রাখতে হস্তক্ষেপ করেছিল ভারতীয় বোর্ডও। তবে কোনো কিছুতেই কাজ হলো না। অবসরের ঘোষণা দিয়েই দিলেন কোহলি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সোমবার (১২ মে) দুপুরে দেওয়া এক আবেগঘন পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন কোহলি। ১৪ বছর আগের অভিষেকের ঘটনাও অবসরের বার্তায় লিখেছেন কোহলি।

ভারতীয় এই তারকা লেখেন, ‘টেস্ট ক্রিকেটে আমি প্রথম ব্যাগি ব্লু পরেছিলাম, তার ১৪ বছর হয়ে গেছে। সত্যি বলতে, আমি কখনো কল্পনাও করিনি যে এই ফর্ম্যাটটি আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। এটি আমাকে পরীক্ষা করেছে, আমাকে গঠন করেছে এবং আমাকে এমন শিক্ষা দিয়েছে; যা আমি সারা জীবন বহন করব। সাদা পোশাকে খেলার মধ্যে আসলে গভীর ব্যক্তিগত কিছু আছে। শান্ত ও দীর্ঘ দিন, ছোট ছোট মুহূর্ত, যা কেউ দেখে না কিন্তু চিরকাল আপনার সঙ্গে থাকে।’

অবসরের সিদ্ধান্ত সহজ ছিল না উল্লেখ করে কোহলি বলেন, ‘এই সংস্করণ (টেস্ট) থেকে সরে আসার সিদ্ধান্তটা সহজ ছিল না। কিন্তু এটা আমার কাছে ঠিক মনে হয়েছে। আমার যা দেওয়ার ছিল, সবই আমি দিয়েছি এবং এটি আমাকে আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি ফিরিয়ে দিয়েছে। খেলার জন্য যারা আমার মাঠের সাথী ছিল এবং এই পথে থাকা প্রত্যেকের কাছ থেকে আমি কৃতজ্ঞতা ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি।’

শেষে কোহলি বলেছেন, ‘আমি সবসময় আমার টেস্ট ক্যারিয়ারের দিকে হাসিমুখে ফিরে তাকাবো। হ্যাশট্যাগ-২৬৯ (টেস্ট ক্যাপ নম্বর) বিদায় নিচ্ছি।’

কোহলি ভারতের হয়ে মোট ১২৩টি টেস্ট খেলেছেন। যেখানে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন। এর মধ্যে ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ ২৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি। কোহলির ক্যারিয়ারে হয়তো ১০ হাজার টেস্ট রান স্পর্শ করতে না পারার একটি আক্ষেপ থেকেই যাবে।

Link copied!