এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কা। সুপার ফোরের ম্যাচে লঙ্কানরা সেই হারের মধুর প্রতিশোধ তো নিয়েছেই, পাশাপাশি রান তাড়ায় রেকর্ডও গড়েছে।
সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে শনিবার রাতে (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের দেওয়া ১৭৬ রানের লক্ষ্য লঙ্কানরা ৫ বল বাকি থাকতেই টপকে যায়।
টি-টোয়েন্টিতে ১৭০ রানের বেশি করে এই প্রথম হারের তিক্ত স্বাদ পেয়েছে আফগানিস্তান। পাশাপাশি শারজাহতে রান তাড়ার নতুন রেকর্ড এখন শ্রীলঙ্কার দখলে। অবশ্য এই মাঠে আগের রেকর্ডও তাদেরই ছিল। সেবার রেকর্ডটি ছিল বাংলাদেশের বিপক্ষে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ১৭১ রান ৭ বল বাকি রেখেই ছুঁয়ে ফেলে তারা।
সুপার ফোরের ম্যাচে টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আফগানিস্তানের রহমতুল্লাহ গুরবাজের ৪৫ বলে ৮৪ ও ইব্রাহিম জারদানের ৪০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে রশিদ খানরা। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার ওপেনিং সফলতা দলের জয়ের ভিত তৈরি করতে সাহায্য করে। ব্যাটারদের সম্মিলিত প্রয়াসে ১৯.১ ওভারেই জয় নিশ্চিত করে লঙ্কানরা।
আগামী মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। রোববার রাতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।