ইউরোপ ও লাতিন আমেরিকা দুই মহাদেশে শুরু হয়েছে কোয়ার্টার ফাইনালের জমজমাট লড়াই। ইউরোপে শুরু হয়েছে ইউরো-২০২০ আর লাতিন আমেরিকায় কোপা আমেরিকার লড়াই।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কে টিকে থাকবে আর কে খালি হাতে ফিরবে এ বিষয়ে জানার জন্য আপনাকে আজ চোখ রাখতে হবে টিভি পর্দায়। কারণ শুরু হয়ে গেছে উত্তেজনায় ভরপুর নকআউট পর্ব।
আপনি চাইলে আজ সারারাত কাটিয়ে দিতে পারেন আপনার প্রিয় ফুটবল খেলা উপভোগ করে। অবিশ্বাস্য হলেও সত্য যে আজ রাতের প্রত্যেকটি ম্যাচ শুরু হবে একঘণ্টা বিরতি দিয়ে।
আজ রাতের প্রথম খেলা (রাত ১০টা) অনুষ্ঠিত হবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ট্রাইব্রেকারে হারিয়ে আসা সুইজারল্যান্ড ও গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেওয়া স্পেন। মজার বিষয় হচ্ছে দুই দলই শেষ ষোলতে জায়গা করে নিয়েছে অতিরিক্ত সময়ের খেলায়। সুইসরা ফ্রান্সকে ট্রাইব্রেকারে হারিয়েছে ৫-৪ গোলের ব্যাবধানে। স্পেন ক্রোয়েশিয়াকে হারিয়েছে ৫-৩ ব্যাবধানে। সবশেষ দুই ম্যাচেই প্রতিপক্ষের জালে ৫ বার বল পাঠিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। বল দখলে এগিয়ে থাকা, প্রতিপক্ষের ডিফেন্সে বারবার আঘাত হানা, ডিফেন্স চেরা পাস দেওয়ার মত খেলোয়াড় রয়েছে স্পেনের। আর সুইসদের লড়াকু মানসিকতা, আকাঙ্ক্ষার তীব্রতা ও আবেগ তাদেরকে এগিয়ে রাখবে। বলায় যায় স্পেনকে তাই ফেবারিট পরিচয়টা আজ এক পাশে সরিয়ে রেখেই নামতে হবে মাঠে।
আজ রাতের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে (রাত ১টা) মুখোমুখি হবে ফিফা র্যাংকিয়ের এক নাম্বার দেশ বেলজিয়াম ও দুর্দান্ত ফর্মে থাকা ইতালি। গ্রুপ পর্বের ম্যাচে শতভাগ জয় নিয়ে আসা দুইদলের মধ্যে ইতালির জমাট রক্ষণ কোনো গোল হজম করেনি। ইতালি শেষ ষোলোয় হারিয়েছে অস্ট্রিয়াকে। এদিকে রবার্তো মানচিনির দল টানা ৩১ ম্যাচ ধরে অপরাজিত। অন্যদিকে লুকাকু, এডেন হ্যাজার্ড ও কেভিন ডি ব্রুইনাকে নিয়ে গঠিত বেলজিয়াম শেষ ষোলোয় হারিয়েছে পর্তুগালকে। শক্তিশালী আক্রমণ, রক্ষণ ও মিডফিল্ড নিয়ে গঠিত দুই দলের এ ব্লকবাস্টার ম্যাচে কে জিতবে তা দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব।
ইউরো শেষে চা-কফি খেতে খেতেই দেখবেন যে সময় হয়ে গেছে কোপা আমেরিকার। কোপার কোয়ার্টার ফাইনালে আজ ভোরে মাঠে নামবে পেরু ও প্যারাগুয়ে। বাংলাদেশ সময় ভোর ৩টায় মুখোমুখি হবে দুই দল।
আজকের রাতের (ভোরের) শেষ আকর্ষণ বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল ও আগের দুইবারের চ্যাম্পিয়ন চিলি। ভোর ছয়টায় সেমিফাইনালের লক্ষ্যে মাঠে নামবে এ দুই দল। গত কোপায় চোটের জন্য খেলতে পারেননি নেইমার। তাকে ছাড়াই সেবার শিরোপা জিতে নেয় ব্রাজিল। এবার তাই ক্ষুধা মেটানোর পালা নেইমারের। ব্রাজিল ভালো ছন্দে থাকলেও খুব একটা ভালো অবস্থানেও নেই চিলি। এবার খুব বাজে ফর্মে থাকলেও আর্তুরো ভিদালের চিলি সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে বরাবরই বিখ্যাত।