বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। বাঁচা মরার ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা।
নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডে বিপক্ষে মাত্র ৬ রানে হেরেছে বাংলাদেশ। এদিকে গ্রুপের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ১৭ রানে হারিয়েছে স্কটল্যান্ড। তাই বিশ্বকাপে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওমানের একাদশ
আকিব ইলিয়াস, জতিন্দ্রর সিং, কাশয়প প্রজাপাতি, জিশান মাকসুদ, মোহাম্মেদ নাদিম, আয়ান খান, সন্দীপ গৌড়, নাসিম খুশী, কালিমুল্লাহ, ফায়াজ বাট ও বিলাল খান।