আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেশের সমসাময়িক নানা ইস্যুতে সরব থাকতে দেখা যায় তাকে। বিভিন্ন ইস্যুতে কথা বলে প্রায়ই আলোচনা-সমালোচনার মুখে পড়েন। এবার তিনি পোস্ট করলেন পঞ্চগড় ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমকে নিয়ে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘পঞ্চগড় দিনাজপুরের মানুষেরা একজন কাজ করে সাতজন খায়। দুষ্ট লোক কম। সফল হওয়ার রেটিং কম তবে যে সফল হয় সে সরাসরি সারজিস আলম হয়ে যায়।’
জয়ের এই পোস্টকে হাস্যরস হিসেবেই দেখছেন অনুরাগীরা। অনেকেই ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘ভাই আমাদের ভোলা নিয়ে কিছু লেখেন।’ কারো মন্তব্য, ‘ঠিকই বলেছেন।’ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘প্রশংসা করলেন না বদনাম?’ আবার কাউকে কাউকে এই পোস্টের বিরুদ্ধে বেশ কটাক্ষ করেই মন্তব্য করতে দেখা গেছে।
উল্লেখ্য, সর্বশেষ জয়কে ওটিটি সিরিজ ‘পাপ কাহিনী’তে দেখা গেছে। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান। গত ঈদুল আজহায় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়া এই সিরিজটির নির্মাতাও তিনি।