তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের রাজনীতিসহ বিভিন্ন অঙ্গনে তৈরি হয়েছে এক আবেগঘন মুহূর্ত। বিএনপিপন্থি মানুষ ছাড়াও শোবিজ ইন্ডাস্ট্রির শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা স্বাগত জানাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। এবার তাকে স্বাগত জানালেন দেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।
এদিন দুপুর সোয়া দুইটার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে ড. মিজানুর রহমান আজহারী লেখেন, ‘সুদীর্ঘ প্রায় ১৮ বছর পর তারেক রহমান স্বপরিবারে দেশে ফিরেছেন। প্রিয় জন্মভূমিতে আপনাকে সুস্বাগতম। দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার এই প্রত্যাবর্তন। মসৃণ হোক আপনার আগামীর পথচলা।’
ইসলামিক এই আলোচকের স্ট্যাটাস নজর এড়ায়নি নেটিজেনদের। স্ট্যাটাসের মন্তব্যের ঘরে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ বিএনপির সমর্থ্যকরা নানা ধরনের প্রশংসামূলক মন্তব্য করছেন। কেউ কেউ আবার সেটি শেয়ার করে রেখে দিচ্ছেন নিজের টাইমলাইনে।
প্রসঙ্গত, তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরেছেন। তার এই দেশে ফেরা বিএনপি সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনার তৈরি করেছে। রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া―সব মাধ্যমেই এখন আলোচনার বিষয়বস্তু এই প্রত্যাবর্তন।


-20251225102258.jpg)




































