• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

অবশেষে বাংলাদেশে এলো ইনস্টাগ্রাম মিউজিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২২, ০২:২৪ পিএম
অবশেষে বাংলাদেশে এলো ইনস্টাগ্রাম মিউজিক

সামাজিক মাধ্যমগুলোতে কম সময়ে নিজের মনের কথা জানানোর সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে স্টোরি। ফেসবুক, স্ন্যাপচ্যাট আর ইন্সটাগ্রাম স্টোরি তরুণদের কাছে তাই ব্যাপক জনপ্রিয়।

এতদিন পর্যন্ত বাংলাদেশে ইনস্টাগ্রাম মিউজিক ব্যবহারের সুযোগ না থাকায় স্টোরিতে পছন্দের গান বা টিউন যুক্ত করা যেত না। তবে অবশেষে এই ফিচারটি বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করেছে ইন্সটাগ্রাম।

এখন আপনি চাইলেই নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে যে কোন নিউজিক যুক্ত করতে পারবেন। এর জন্য শুরুতে আপনার ফোনের ইন্সটাগ্রাম অ্যাপটি আপডেটেড আছে কি না তা যাচাই করে নিন। প্রয়োজনে আপডেট করুন।

এর পর অ্যাপটি ওপেন করে স্ক্রিনের উপরের স্টোরি শেয়ার করার অপশনটি সিলেক্ট করুন।

নতুন ছবি তোলার পরে কিংবা আপনার ফোনের গ্যালারি থেকে পছন্দের ছবি নির্বাচনের পর স্ক্রিনের উপরের ডানদিক থেকে স্টিকার আইকনটি নির্বাচন করুন।

Instagram Music: How to Add Songs and Lyrics to Stories | Gadgets 360

নতুন ট্যাব থেকে মিউজিক আইকন ক্লিক করে জনপ্রিয় সব গান আর মিউজিক থেকে বাছাই করে নিন আপনার পছন্দেরটি।

২০০৮ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে এই ফিচারটি চালু করা হয়। তবে বাংলাদেশি ব্যবহারকারীরা এবারই প্রথম এটি ব্যবহারের সুযোগ পেলেন। এ নিয়ে সামাজিক মাধ্যমেও উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে।

Link copied!