স্লোভেনিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ক্রোয়েশিয়া সীমান্তের কাছে ড্রাগনজা ভ্যালি নামক স্থানে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (৬ ডিসেম্বর) পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা এসটিএ।
এসটিএ প্রতিবেদনে বলা হয়, নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার নাম-পরিচয়, কিংবা তার বাড়ি কোন জেলায় প্রাথমিকভাবে তা জানা যায়নি।
নিহত ওই যুবক অতিরিক্ত ঠাণ্ডার কারণে গেছেন বলে স্থানীয় পুলিশের ধারনা। মরদেহ ময়নাতদন্ত করার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।