• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

স্লোভেনিয়া সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ১১:৩২ এএম
স্লোভেনিয়া সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

স্লোভেনিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ক্রোয়েশিয়া সীমান্তের কাছে ড্রাগনজা ভ্যালি নামক স্থানে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (৬ ডিসেম্বর) পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা এসটিএ।

এসটিএ প্রতিবেদনে বলা হয়, নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার নাম-পরিচয়, কিংবা তার বাড়ি কোন জেলায় প্রাথমিকভাবে তা জানা যায়নি।

নিহত ওই যুবক অতিরিক্ত ঠাণ্ডার কারণে গেছেন বলে স্থানীয় পুলিশের ধারনা। মরদেহ ময়নাতদন্ত করার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।

Link copied!