• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

বেলেরিভ ওভালে বুন,পন্টিংয়ের পাশে নেই ডন


অঘোর মন্ডল
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ০৬:৩৪ পিএম
বেলেরিভ ওভালে বুন,পন্টিংয়ের পাশে নেই ডন

অস্ট্রেলিয়ার যে কোন ক্রিকেট জাদুঘরে যাবেন,আপনি স্যার ডনকে পাবেন। আসলে স্যার ডন ব্র্যাডম্যানকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট কেন, ক্রিকেট গ্রহই অসম্পূর্ণ। হোবার্টের বেলেরিভ ওভালে তাসমানীয় ক্রিকেটের যে জাদুঘর সেখানে সবার আগে ডন। তারপর ডেভিড বুন, রিকি পন্টিং, টিম পাইন (টিমের ভাই নিক জানালেন অজি উচ্চারণে ‍‍`পাইন‍‍` হবে) সহ আরও কয়েকজন।


তামসমানীয় ক্রিকেটের হোম‍‍`বেলেরিভ ওভালে‍‍`র বাইরে অবশ্য স্যার ডনের কোন জায়গায় হয়নি! তার একটাই কারণ। তিনি তাসমিনিয়ান নন। আর শুধু তাসমানিয়ান হলে অথবা অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট খেললই বেলেরিভ ওভালে মূর্তি বসবে না মাঠের বাইরে। জায়গা পেতে পূরণ করতে হয় আরও একটা শর্ত। আপনাকে অস্ট্রেলিয়ান ‘ব্যাগি ক্যাপে’ সেঞ্চুরিয়ান হতে হবে! সেই শর্ত পূরণ করতে পেরেছেন মাত্র দু‍‍`জন। প্রথম জন ডেভিড  বুন। অস্ট্রেলিয়ার হয়ে ১০৭ টেস্ট খেলেছেন জিওফ মার্শ আর মার্ক টেলরের ওপেনিং পার্টনার। দ্বিতীয় জন রিকি পন্টিং। স্টিভ ওয়াহ‍‍`র সমান সংখ্যক ১৬৮ টেস্ট খেলেছেন পন্টিং। তাই স্টেডিয়াম এলাকায় ঐ দুই তাসমানিয়ানের দুটো মূর্তি তাসমানীয় ক্রিকেটের ঐতিহ্য বু্কে নিয়ে দাঁড়িয়ে আছে। 

জাদুঘরের ভেতরেও থরে থরে সাজানো তাদের ব্যাট-প্যাড-গ্লাভস- জার্সিসহ অনেক কিছু দিয়ে। 
ডেভিড ক্ল্যারেন্স বুন কিংবা রিকি থমাস পন্টিং এরা কেউ ই ঠিক হোবার্টের নয়। দুজনেরই জন্ম তাসমানিয়ার দ্বিতীয় বড় শহর লানচেস্টনে।আর এখন তারা দু‍‍`জন পেশাগত কারণে ক্রিকেট পরিব্রাজকের মত ঘুরে বেড়াচ্ছেন বিশ্ব। বুন আইসিসির ম্যাচ রেফারি। আর পন্টিং বিভিন্ন ফ্রন্চাইজি লিগে কোচিং করাচ্ছেন। হোবার্টে পাওয়া গেলো না তাদের দু‍‍`জনের কাউকে। টিম পাইনের ভাই নিক পাইন জানালেন টিম হোবার্টেই আছেন। তবে সংবাদ মাধ্যমে কথা বলতে রাজি না। নানা বিতর্কে জড়িয়েছেন অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক। ‍‍` ও এখন ব্যস্ত তার বইয়ের প্রোমোশনাল নিয়ে। যা বলার তা ওর বই এ আছে। তাই নতুন করে আর কিছু বলতে চান না আপাতত।‍‍` জানালেন নিক পাইন।

একদিন আগে বেলেরিভ ওভালে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেললো তাসমানিয়া।মেথু ওয়াডের সেঞ্চুরি (১৪৬ এবং ৪৪) -তে তিনদিনেই ম্যাচ জিতেছে তাসমানিয়া। ম্যান অফ দ্য ম্যাচও তাসমানিয়ার এই উইকেটকিপার ব্যাটার। আগামীকাল আবার ওয়ানডে ম্যাচ খেলবে তারা। মাঝখানে একদিনের বিশ্রাম। আসলে ঠিক বিশ্রাম বলা যায় না।নেট করে ওয়েড ছুটলেন সিটিতে। হার্বিনরম্যানে নিজের ব্যবসায়িক কাজে। কাজটা একেবারে ভিন্ন ধরনের। ট্রেডি বলে একে। বিভিন্ন মানুষের বাড়ি ঘরে দরোজা -জানালা-কেবিনেট তৈরি কিংবা মেরামতের জন্য তার কোম্পানিকে অর্ডার দেয়া হয়।মেথু ওয়েড নিজে গিয়ে কাজটা করে দিয়ে আসেন!সিটি সেন্টারেই তার সাথে দেখা।কিন্তু ক্রিকেট নিয়ে খুব একটা কিছু বলতে চান না।

তাসমানিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন মেথু। কিন্তু টিম পাইন দলের এক নম্বর কিপার। তাই সুযোগ কম মিলবে জেনে ভিক্টোরিয়ার হয়ে খেলতে মেলবোর্নে পাড়ি জমান। আবার গত মৌসুমে তাসমানিয়ায় ফিরেছেন অস্ট্রেলিয়ার এই উইকেট কিপার বাঁহাতি  ব্যাটার।টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন কিছু করতে না পারলেও অজিদের লক্ষ্য এখন সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ। ‍‍`১৪ বছর পর অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে। এমসিজি আমার নিজের মাঠ বলতে পারেন। ওখানে বক্সিং ডে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। ‍‍` ঐ টেস্ট নিয়ে মেথু ওয়াডের ফোকাসটা একটু বেশি! 

বক্সিং ডে। তার জীবনে আরও তাৎপর্যপূর্ণ! ২৬ ডিসেম্বর মেথু ওয়াডের জন্মদিনও বটে। বেলেরিভ ওভাল।এখানেই বেড়ে ওঠা ওয়েডের। কিন্তু তার জাদুঘরে এখনো কিছু জমা পড়েনি ওয়েডের। কিন্তু বুন, পন্টিংদের মূর্তি দেখতে দেখতে বড় হওয়া লোকটা যেন জেনে গেছে এই মাঠে তার কোনো মূর্তি বসবে না! ফকনার, টিম পাইন কারোই বসবে না! ওরা কেউ ব্যাগি গ্রিনে সেঞ্চুরিয়ান নন। মেথু ওয়েডও নিজের নামের পাশে টেস্টের সংখ্যাটা তিন অংকের দেখছেন না! মেথু স্কট ওয়েডের নামের পাশে আপাতত টেস্টের সংখ্যা ৩৬। বেলেরিভ ওভালে মূর্তির কাঠামো তৈরি হওয়ার জন্যও সংখ্যাটা যথেষ্ট নয়!

 

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

Link copied!