• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

সোমবার কোথায় কী কর্মসূচি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২, ০৮:৫৯ এএম
সোমবার কোথায় কী কর্মসূচি

রাজধানীসহ সারাদেশে এখন সরব রয়েছে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। এসব সংগঠন নানা কর্মসূচি পালন করছে দেশজুড়ে। প্রতিদিনের মতো সোমবার (১৯ ডিসেম্বর) থাকছে নানা কর্মসূচি। কোথায়, কখন, কোন দলগুলো কী কর্মসূচি পালন করছে এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিশিষ্টজনরা কোথায়, কখন যাচ্ছেন তা জেনে নিন:

প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচি

  • ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়’ এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন তিনি।

১৪ দলের জনসভা

  • দুপুর ২টা ৩০ মিনিটে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ১৪ দলের জনসভা অনুষ্ঠিত হবে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রাঙ্গণে দুশুরু হবে এ সভা। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু।

পরিকল্পনামন্ত্রীর দৈনন্দিন কর্মসূচি

  • দুপুর ১২টায় সিরডাপ অডিটোরিয়ামে গণউন্নয়ন কেন্দ্র আয়োজিত জলবায়ু বিষয়ক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। পরিকল্পনামন্ত্রী সেখানে অংশ নেবেন।
  • বিকেল সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমিতে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন পরিকল্পনামন্ত্রী।

শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের উদ্বোধন

  • সকাল সাড়ে ১০টায় গুলশান-২ নম্বরে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম সোমবার শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের শুভ উদ্বোধন করবেন।

বিএনপির কর্মসূচি

  • ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। বিকেল ৩টায় রাজধানীর গুলশান-২ এ হোটেল দ্য ওয়েস্টিনে এ রূপরেখা ঘোষিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা।
Link copied!