• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

সোমবার কোথায় কী কর্মসূচি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৮:২৫ এএম
সোমবার কোথায় কী কর্মসূচি

রাজধানীসহ সারাদেশে এখন সরব রয়েছে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। এসব সংগঠন নানা কর্মসূচি পালন করছে দেশজুড়ে। প্রতিদিনের মতো সোমবার (১২ ডিসেম্বর) থাকছে নানা কর্মসূচি। কোথায়, কখন, কোন দলগুলো কী কর্মসূচি পালন করছে এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিশিষ্টজনরা কোথায়, কখন যাচ্ছেন তা জেনে নিন:


প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচি

  • সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ এবং ‘অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২’-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • দুপুরে মন্ত্রিসভার বৈঠক হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

 

শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

  •  বিকেল ৩টায় ইউজিসি ভবনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা হবে। সেখানে অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

‘অন্তর্জাল’ সিনেমার পোস্টার উন্মোচন

  • সন্ধ্যা ৬টায়  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’-এর মোশন পোস্টার উন্মোচন হবে।  অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী এবং ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের প্রধান উপদেষ্টা জুনাইদ আহমেদ পলক।

বিএনপির কর্মসূচি

  • সকাল  ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা ও দলের সিনিয়র নেতারা। 

 

নাগরিক ঐক্য সংবাদ সম্মেলন

  • সকাল ১১টায় শিশু কল্যাণ পরিষদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে নাগরিক ঐক্য।
     
Link copied!