• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

শুক্রবার কোথায় কী কর্মসূচি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৮:৩৮ এএম
শুক্রবার কোথায় কী কর্মসূচি

রাজধানীসহ সারাদেশে এখন সরব রয়েছে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। এসব সংগঠন নানা কর্মসূচি পালন করছে দেশজুড়ে। প্রতিদিনের মতো শুক্রবার (৯ ডিসেম্বর) থাকছে নানা কর্মসূচি। কোথায়, কখন, কোন দলগুলো কী কর্মসূচি পালন করছে এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিশিষ্টজনরা কোথায়, কখন যাচ্ছেন তা জেনে নিন:

প্রধানমন্ত্রীর কর্মসূচি

  • বেগম রোকেয়া দিবস উপলক্ষে সকাল ১০টায় বেগম রোকেয়া পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক বিতরণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ

  • দুপুর ২টা ৩০ মিনিটে মহানগর নাট্যমঞ্চে (গুলিস্তান) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তথ্যমন্ত্রীর কর্মসূচি

  • সকাল সাড়ে ১১টায় নিজ বাসভবন ৩৪ মিন্টো রোডে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গণতন্ত্র মঞ্চের কর্মসূচি

  • সকাল ১১টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয় থেকে নয়াপল্টনে বিএনপির কার্যালয় পরিদর্শনে যাবেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর কর্মসূচি

  • সকাল ১০টায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

দুদকের কর্মসূচি

  • আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে সকাল ৮টা ১৫ মিনিটে দুদক প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন ও দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা। 
  • সকাল ৯টা থেকে সোয়া ৯টা পর্যন্ত দুদক প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধনে কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররাসহ সকল পর্যায়ের কর্মচারী এবং বিভিন্ন সরকারি দফতরের কর্মচারী, আইনজীবী, সাংবাদিক, স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড, এনজিওসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। 
  • সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠান ও দুদক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বিশেষ অতিথি থাকবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
     
Link copied!