• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

চলতি অর্থবছরেই পাতাল রেলের কাজ শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২, ১২:১৫ পিএম
চলতি অর্থবছরেই পাতাল রেলের কাজ শুরু

চলতি অর্থবছরের মধ্যেই কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত পাতাল রেলপথ নির্মাণের কাজ শুরু হবে।

বুধবার (২৩ নভেম্বর) সকালে মেট্রোরেল-১-এর ডিপো নির্মাণে জাপানের টোকিউ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাসট্রাকচার লিমিটেডের সঙ্গে ডিএমটিসিএলের চুক্তি স্বাক্ষর হয়।

প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দীক বলেন, এই প্রকল্পটিকে ১২ ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ডিপো নির্মাণের কাজ নতুন বছরের প্রথমেই শুরু হবে।

এম এ এন ছিদ্দীক বলেন, দেশের প্রথম পাতাল রেল মাটির ৩০ থেকে ৭০ মিটার নিচ দিয়ে যাবে, যা কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না। শুধু স্টেশন ওপেন কাট পদ্ধতিতে করা হবে।

Link copied!