• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

তাপমাত্রা নিম্নমুখী থাকবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৩:১৯ পিএম
তাপমাত্রা নিম্নমুখী থাকবে

গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে তাপমাত্রা কমেছে ১.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া অফিস জানায়, চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গাতে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রোববার (১৩ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবদুর রহমান বলেন, “আগামী কয়েকদিন তাপমাত্রা নিম্নমুখী থাকবে। তাপমাত্রা আপাতত ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভবনা কম।”

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি জানান তিনি।

আবহাওয়াবিদ আরও জানান, দেশের সর্বোচ্চ তাপমাত্রা হলো কক্সবাজারের কুতুবদিয়ায় ৩২ ডিগ্রি সেলসিয়াস। রোববার চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!