• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান: জাহিদ হোসেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:১২ পিএম
কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান: জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন এবং তিনি কেবল দলের নির্বাচনগত প্রক্রিয়া নয়—বরং গণতন্ত্র পুনরুদ্ধারের ‘শেষলগ্ন’-এর নেতৃত্ব দেবেন। শুক্রবার শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সমাধিস্থলে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

জাহিদ বলেন, “আমি কয়েকদিন আগেই বলেছি, আপনারা দেখতে পারবেন যে, কয়েক সপ্তাহ বলেছিলাম। ইনশাআল্লাহ, কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে বিএনপির নির্বাচনি প্রক্রিয়া নয়; গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, তার নেতৃত্ব দেবেন তারেক রহমান।” তিনি আরও যোগ করেন যে দেশের নাগরিক এবং আন্দোলনে যুক্ত সকলে তাঁকে নেতা হিসেবে মেনে নিয়েছেন—সে শুধুই দলের জন্য নেই।

সাংবাদিকদের এক প্রশ্নে অধ্যাপক জাহিদ বলেন, ‘দেশে নাশকতা সৃষ্টির’ বিষয়টিকে কেন্দ্র করে ইতিহাস খুঁজে দেখার পরামর্শও দিয়েছেন। তিনি বলেন, “আমি সব সময় বলতাম স্বৈরাচারের দোসর কারা ছিল? ১৯৮৬ সালে দেখেছেন, এখনো দেখছেন। কাজেই আপনাদেরকে সজাগ থাকতে বলব—সংবাদ কর্মীদেরকে, দেশের মানুষকে… দেশে কেউ সত্যিকারভাবে স্বৈরাচারের সঙ্গে সম্পৃক্ত কি না, তা জনগণ বুঝতে পারছে।” তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের ক্ষেত্রে সবসময় সোচ্চার ছিল এবং থাকবে।

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিএনপির মহাসচিবসহ তিনটি দলের নেতাদের ওপর আওয়ামী লীগের হওয়া হেনস্তার ঘটনায় প্রশ্নে জাহিদ বলেন, ঐ দল (আওয়ামী লীগ) ও তাদের নেতাদের ইতিহাস কখনও জনগণের পক্ষে ছিল না। তিনি অভিযোগ করে বলেন, ওইরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী এবং জনগণের ওপর চেপে বসা—একমাত্র তাদের রাজনীতি। জাহিদ আরও মন্তব্য করেন, “তারা এই দেশটাকে তাদের পৈত্রিক সম্পত্তি ভাবছে; ইচ্ছে করলে এমনই চালাবে। অন্যায় তাদের পূর্বপুরুষ করেছে, তেমনি তারা করছে। কিন্তু শেষ বিচারে জনগণ জানে তাদেরকে কিভাবে প্রত্যাখ্যান করতে হয়।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!