• ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

আমির হামজার বক্তব্য নিয়ে যা বললো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:৪৮ পিএম
আমির হামজার বক্তব্য নিয়ে যা বললো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে পড়াশোনা করেছেন এবং আবাসিক হলে শিক্ষার্থীদের ‘মদ দিয়ে কুলি করতে’ দেখেছেন— কুষ্টিয়ার জামায়াত নেতা মুফতি আমির হামজার এমন বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে মুফতি আমির হামজাকে বলতে শোনা যায়, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং হলে শিক্ষার্থীদের ‘মদ’ দিয়ে কুলি করতে দেখেছেন। এছাড়া তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়।

রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় জাবি প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু হয় এবং ওই বছর থেকেই প্রথম ব্যাচে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। তাই আমির হামজার দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

এতে আরও বলা হয়, আবাসিক হলে শিক্ষার্থীদের মদ দিয়ে কুলি করা কিংবা শিক্ষকদের লাঠি দিয়ে পেটানোর কোনো ঘটনা প্রশাসনের জানা নেই। এগুলো সম্পূর্ণ মনগড়া, অসত্য ও উদ্দেশ্যমূলক।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় প্রতিষ্ঠান নিয়ে এমন ভিত্তিহীন ও উস্কানিমূলক মন্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, দুঃখজনকও। আমরা বক্তাকে বস্তুনিষ্ঠ হতে এবং ভবিষ্যতে এমন মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।

Link copied!