• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

‘৭১ এ হারাইছি, আজকেও হারাবো, বাংলাদেশ বনাম পাকিস্তান’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:৩৫ পিএম
‘৭১ এ হারাইছি, আজকেও হারাবো, বাংলাদেশ বনাম পাকিস্তান’

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে ছোট পর্দার জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক প্রায়ই নিজের মন্তব্যে ভক্তদের চমকে দেন। সামাজিক ইস্যুতে সরব এই অভিনেত্রী এবার আলোচনায় এলেন ক্রিকেট নিয়ে।

বৃহস্পতিবার রাতে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচ ঘিরে উত্তেজনায় ভাসছে দেশ, আর সেই উত্তেজনাতেই ফেসবুকে একটি পোস্ট দেন চমক। তিনি লিখেছেন— “৭১ এ হারাইছি, আজকেও হারাবো। বাংলাদেশ বনাম পাকিস্তান।”

তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে নানা প্রতিক্রিয়া জানান। কেউ লিখেছেন, “বাঁচা মরার লড়াইয়ে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায়।” আরেকজন মন্তব্য করেন, “আজ পাকিস্তানকে হারাতেই হবে, ফাইনালে জায়গা আমাদেরই।”

এশিয়া কাপের এই ম্যাচে দুই দলের জন্যই ফাইনালে ওঠা নির্ভর করছে জয়ের ওপর। আজ যদি বাংলাদেশ জেতে, তবে তারাই ভারতের সঙ্গে খেলবে ফাইনাল। আর পাকিস্তান জয়ী হলে তারাই ফাইনাল নিশ্চিত করবে। ইতোমধ্যেই ভারত প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে শিরোপা লড়াইয়ে।

চমকের দেশপ্রেমী মন্তব্যে অনেকেই উজ্জীবিত হলেও, কিছু নেটিজেন মনে করছেন—খেলাকে খেলাই হিসেবে দেখা উচিত। তবে একটা ব্যাপার নিশ্চিত, তার পোস্ট ম্যাচের আগেই সমর্থকদের মাঝে আলোচনার ঝড় তুলেছে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!