• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

তাহসানকে নিয়ে মুখ খুললেন মিথিলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৬:১০ পিএম
তাহসানকে নিয়ে মুখ খুললেন মিথিলা
মিথিলা ও তাহসান। ছবি: সংগৃহীত

একসময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। এখন দুজন দুই মেরুতে। বিচ্ছেদের পর দুজনই নতুন করে ঘর বেঁধেছেন। বরাবরই তারা আলোচনায় থাকেন মিডিয়ায়। 

সম্প্রতি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। আছে ব্যক্তিগত নানা যোগও। সবকিছু নিয়ে পডকাস্টের টেবিলে বসছেন এই অভিনেত্রী। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৯ম পর্বে অতিথি হয়ে আসছেন তিনি। এই পর্বটি প্রচার হবে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

একাডেমিক ও পেশাগত জীবনে নানা সাফল্যের পরও সামাজিক মাধ্যমে প্রায়ই নানা কারণে বুলিংয়ের শিকার হন মিথিলা। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পডকাস্টে তিনি জানিয়েছেন, সমালোচনা কীভাবে সামাল দেন। ওপার বাংলার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সংসার এবং মেয়ে আইরা সম্পর্কেও খোলামেলা কথা বলেছেন তিনি। এমনকি প্রাক্তন স্বামী তাহসান খান নিয়েও কিছু অকপট বক্তব্য দিয়েছেন। মিথিলা জানিয়েছেন, তিনি রোজা আহমেদকে বিয়ে করার পর তাহসানকে অভিনন্দন জানিয়েছিলেন; একইভাবে সৃজিতকে বিয়ে করার পর তাকেও অভিনন্দন জানিয়েছিলেন তাহসান।

উল্লেখ্য, সম্প্রতি তাহসান খান নিজেই আলোচনায় এসেছেন তার ঘোষণা দিয়ে—তিনি ধীরে ধীরে সংগীত ক্যারিয়ার থেকে সরে দাঁড়াবেন। ফলে একদিকে মিথিলার একাডেমিক ও পারিবারিক সাফল্য নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে তাহসানের এই সিদ্ধান্তও ভক্তদের মধ্যে নস্টালজিয়া ও আলোচনার জন্ম দিয়েছে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!