এশিয়া কাপে ভারতের বিপক্ষে প্রায় জেতা ম্যাচ হেরে যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে হতাশা আর আলোচনার ঝড়। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা একদিকে খেলোয়াড়দের ভুলগুলো নিয়ে বিশ্লেষণ করছেন, অন্যদিকে ভারতের শক্তিমত্তার কথাও স্বীকার করছেন অনেকে।
কিন্তু এর মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানি। ম্যাচ শেষে তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।
স্ট্যাটাসে ভারতকে উদ্দেশ্য করে ওমর সানি লিখেন, ‘জিতে লাভ কি, তোর প্রতি কোনো শ্রদ্ধা নাই, সম্মান নাই, কি লাভ। পার্শ্ববর্তী দেশ, ইতিহাস একদিন তোকে ঘৃণা করবে, আমরা থাকবো না। তুই কি আনন্দ করছিস? তুই কি জানিস আল্লাহ তোকে এবং তোর দেশকে ভাগ করবে। I love Bangladesh।’
এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয় তুমুল আলোচনা। কেউ একে দেশপ্রেমের আবেগ বলে প্রশংসা করেছেন, আবার অনেকেই মনে করছেন—এমন তীব্র ভাষা ব্যবহার করা উচিত হয়নি। বিশেষ করে একজন চলচ্চিত্র তারকা হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক ও ক্রীড়া বিষয়ক ইস্যুতে আরও সংযত অবস্থান নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সমালোচকেরা।
একজন মন্তব্য করেছেন, “খেলার পর ক্ষোভ থাকতেই পারে, কিন্তু তা দেশের সীমানা ছাড়িয়ে গেলে সেটা আর স্পোর্টসম্যানশিপ থাকে না।” অন্য এক নেটিজেন লিখেছেন, “আবেগী মন্তব্যে হয়তো সমর্থকরা খুশি হবেন, কিন্তু এতে দেশের ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হয়।”
এখনও পর্যন্ত ওমর সানি কিংবা তার ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে তার স্ট্যাটাস ঘিরে আলোচনায় স্পষ্ট—ক্রিকেট শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ থাকে না, এর আবেগ কখনো কখনো ছড়িয়ে পড়ে সংস্কৃতি ও সমাজের ভেতরেও।