• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ-তরুণীকে রাতভর নির্যাতন, সকালে খুঁটিতে বেঁধে আবার পিটুনি


কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০২:৩৪ পিএম
তরুণ-তরুণীকে রাতভর নির্যাতন, সকালে খুঁটিতে বেঁধে আবার পিটুনি
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে পরকীয়ার অভিযোগে তরুণ-তরুণীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেত্রাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগের পর দুজনকে পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটেছে জেলার কটিয়াদী পৌর এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী তরুণীর স্বামী সৌদিপ্রবাসী। ওই তরুণী পার্শ্ববর্তী চারিয়া গ্রামের তরুণ ওয়াহিদের (২৯) সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তুলেছেন অভিযোগ করে শনিবার রাতে তাদের একটি ঘরে আটক রেখে রাতভর নির্যাতন করা হয়। পরদিন সকালে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাবিবুর রহমান পিটুনি দেন। এ সময় কুলসুম নামের এক নারীকেও তাদের পিটুনি দিতে দেখা গেছে। নির্যাতনে হাবিবুকে কয়েকজন সহযোগিতা করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নির্যাতনের শিকার তরুণী বলেন, শনিবার গভীর রাতে আসামিরা তার ঘরে ঢুকে স্বর্ণালংকার ও টাকাপয়সা নিয়ে যায়। এরপর ওয়াহিদকে ধরে এনে একই কক্ষে তাদের আটকে রেখে রাতভর নির্যাতন করা হয়। পরদিন সকালে আবার দুজনকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার পর তিনি কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ শাহরিয়ার জানান, তরুণী আশঙ্কামুক্ত হলেও আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। ওয়াহিদও চিকিৎসা নিয়েছেন।

ওয়াহিদের বাবা মজলু মিয়া কটিয়াদী থানায় অভিযোগ দিলে বুধবার কুলসুম ও বোরহান উদ্দিনকে পুলিশ আটক করে। 

পুলিশ দায়ী অন্য ব্যক্তিদেরও আটকের চেষ্টা করছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

Link copied!