পিস্তল হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৯:১৬ এএম
পিস্তল হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল
ভাইরাল ছাত্রলীগ নেতা। ছবি: সংগৃহীত

রাজশাহীতে অস্ত্র হাতে ছাত্রলীগ নেতার একটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গন তোলপাড়। অস্ত্র উদ্ধারের পাশাপাশি তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে। তবে পুলিশের দাবি, ছবিটি তাদের নজরে আসেনি।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নগর শাখার সাবেক মানবসম্পদ উন্নয়নবিষয়ক উপসম্পাদক ইয়াসির আরাফাত আপনের। তিনি শহরের ৫ নম্বর ওয়ার্ডের রাজপাড়া এলাকার বাসিন্দা এবং ২০২২ সালের ১১ মার্চ অনুমোদিত রাজশাহী মহানগর ছাত্রলীগ কমিটির নেতা। ওই কমিটির সভাপতি রকি কুমার ঘোষের সবচেয়ে আস্থাভাজন।

এ ছাড়া নগর ছাত্রলীগের পরের কমিটির নেতাদেরও অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আপন। তিনি রাজশাহীতে ইয়াবা ব্যবসার ডিলার হিসেবেও পরিচিত। ব্যবহার করেন প্রাইভেট কার, দামি ব্র্যান্ডের মোবাইল ফোন ও দামি মোটরসাইকেল।

অস্ত্র হাতে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কালো পাঞ্জাবি পরে মাস্ক দিয়ে মুখ ঢেকে হাতে পিস্তল নিয়ে সেটির কার্যকারিতা পরীক্ষা করছেন আপন। একটি রাস্তায় দাঁড়ানো অবস্থায় ভাইরাল হওয়া ছবিটি রাতের। এ সময় আশপাশে মানুষের উপস্থিতি ছিল না। এ বিষয়ে কথা বলার জন্য আপনের ব্যবহৃত মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ পাওয়া যায়নি।

Link copied!